শ্রীলঙ্কার কাছে ১৩ রানে হেরেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ৩৯.২ ওভার সবকয়টি উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে প্রথম ওয়ানডেতে ১৩ রানে জয়ের ফলে শ্রীলঙ্কা ১-০ তে এগিয়ে রইলো।
এর আগে স্বাগতিক বোলারদের তোপের মুখে ৪০ ওভারে ১৮০ রানে অলআউট হয় সফরকারিরা। ক্রিজে অপরাজিত রয়েছে দুই ব্যাটসম্যান মুশফিকুর রহিম (১৩) ও সোহাগ গাজী (০) রান নিয়ে। আনামুল হক বিজয় (০), শামসুর রহমান শুভ (৬২), সাকিব-আল-হাসান (৩), মাহমুদুল্লাহ রিয়াদ (০), নাসির হোসেন (৮) ও মমিনুল হক (৪৪) রান করে আউট হন।
টসে হেরে বৃষ্টি ভেজা মাঠে ব্যাট করতে নেমে ২১.৩ ওভারে দলীয় ৬৭ রানে ৮ উইকেট হারিয়ে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পরে লঙ্কান সিংহরা। এ সময় টাইগার বোলারদের তোপের মুখে নিয়মিত বিরতিতে সাঝঘরে ফিরেছেন তিলেকারত্নে দিলশান (৩), কৌশল (২০) ও সাঙ্গাকারা (৮), আসান প্রিয়াঞ্জন (৬), চন্দিমাল (১৩), এ্যাঞ্জেলো ম্যাথুজ (৩), কুলাসেকারা (০) ও ভিনাগে (৭)।
এরপর থিসারা পেরেরা ও সেনানায়েকে সফরকারিদের মান রক্ষা করেন। দলের রান ১৫০ হওয়ার আগেই ব্যাক্তিগত ৩০ রান করে বিদায় নেন। শেষ পর্যন্ত থিসারা পেরেরার অপরাজিত ৮০ রানের সুবাদে ১৮০ রান সংগ্রহ করতে সমর্থ হয় শ্রীলঙ্কা।
টাইগারদের পক্ষে রুবেল হোসেন, সাকিব আল হাসান ও আরাফাত সানী ২টি করে এবং আল আমিন হোসেন ও সোহাগ গাজী ১টি করে উইকেট নিয়েছেন।
আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। দুপুর একটায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও আবহাওয়ার বিরুপ আচরণে সেটা সম্ভব হয়নি। আম্পায়াররা দুই দফা মাঠ পরিদর্শন করে বেলা পৌনে তিনটায় খেলা শুরু করার সিদ্ধান্ত নেন। সেই সাথে খেলার দৈর্ঘ্য কমিয়ে ৪৩ ওভারে নামিয়ে আনা হয়।