অনূধর্্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের জয়যাত্রা অব্যাহত রয়েছে। প্রথম ম্যাচে আফগানিস্তানকে বিধ্বস্ত করার পর গতকাল গ্রুপের দ্বিতীয় ম্যাচে ৫২ রানে নামিবিয়াকে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৩৩ রান তোলে। মোসাদ্দেক হোসেন অপরাজিত ৭০, আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো সাদমান ৬৫, লিটন দাস উল্লেখ করার মতো ৩১ রান করেন। কটেজ নামিবিয়ার পক্ষে ২৯ রানে ২ উইকেট পান। ২৩৪ রানের লক্ষ্যে খেলতে নেমে মোস্তাফিজ ও মোসাদ্দেকের মারাত্দক বোলিংয়ে নামিবিয়া ৪৯ ওভারে ১৮১ রানে অল আউট হয়ে যায়। পিচার্স সর্বোচ্চ ৪০, এসাসা ৩৭, কোজেট ৩৫ রান সংগ্রহ করেন। মোস্তাফিজ ২৪ ও মোসাদ্দেক ২৯ রানে ৩টি করে উইকেট পান। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ গ্রুপের শেষ ম্যাচ খেলবে।