এনফিল্ডে কিছুদিন আগেই ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছিল আর্সেনাল। ওয়েঙ্গারের গর্বিত মস্তক অনেকটাই নিচু হয়েছিল এতে। তবে প্রতিশোধ নেওয়ার প্রথম সুযোগটাই কাজে লাগালেন আর্সেন ওয়েঙ্গার। তার শিষ্যরা গত রবিবার এমিরেটস স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে লিভারপুলকে। এ জয় গানারদের পেঁৗছে দিয়েছে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে। শেষ আটে গানাররা এভারটনের মুখোমুখি হচ্ছে। লিভারপুলের বিপক্ষে প্রতিশোধ নেওয়ার দৃঢ় ইচ্ছা নিয়েই এমিরেটস স্টেডিয়ামে খেলতে নেমেছিল আর্সেনাল। ম্যাচের ১৬তম মিনিটে চ্যাম্বারলিনের গোল এগিয়ে দেয় গানারদের। এরপর লুকাস পোডোলস্কি ৪৭ মিনিটে আর্সেনালকে ২-০ গোলে এগিয়ে দেন। লিভারপুলের পক্ষে পেনাল্টি থেকে সান্ত্বনার গোলটা করেন স্টিভেন জেরার্ড। এফএ কাপের শেষ আটে ম্যানসিটি মুখোমুখি হচ্ছে উইগান অ্যাথলেটিকের। গত মৌসুমে উইগান অ্যাথলেটিকের কাছে হেরেই এফএ কাপে শিরোপা বঞ্চিত হয়েছিল ম্যানসিটি। প্রতিশোধ নেওয়ার সুযোগটা পেয়ে গেল তারা। ৮ মার্চ ইত্তিহাদ স্টেডিয়ামে আসছে উইগান অ্যাথলেটিক। একই দিনে এমিরেটস স্টেডিয়ামে এভারটনের মুখোমুখি হবে আর্সেনাল।