২০১৭ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের দায়িত্ব বর্তেছে ভারতের ওপর। এ বিষয়ে ভারতের প্রস্তুতি দেখতে ২০ ফেব্রুয়ারি ভারত সফর করবেন ফিফার তিন সদস্যের একটি দল। ১০ দিনের সফরে তারা স্টেডিয়ামগুলো ঘুরে দেখবেন। দিল্লিতে পৌঁছে তিন সদস্যের দলটি পরের দিনই চলে যাবে মুম্বাই।
কুপারেজ স্টেডিয়ামে সম্প্রতি টার্ফ বসেছে। ফিফার প্রকল্প 'উইন ইন ইন্ডিয়া ইন ইন্ডিয়া'র অধীনেই কুপারেজের টার্ফ বসেছে। কুপারেজসহ ভারতীয় ফুটবল ফেডারেশনের তালিকা অনুযায়ী আটটি ভেন্যু তারা ঘুরে দেখবেন। এই তালিকায় রয়েছে মোট আটটি স্টেডিয়াম। যদিও অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের জন্য দরকার ছয়টি স্টেডিয়াম।