প্রমাণ মিলল
পেশাদার ফুটবল লিগে বড় দলগুলো হারলেই রেফারির ওপর দোষ চাপায়। কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, রেফারি পক্ষপাতিত্ব করে আমাদের জিততে দেননি। শুধু ক্ষোভ নয়, অনেক সময় রেফারিরা মাঠে নির্যাতনের শিকার হন। ঢাকার মাঠে অনেক রেফারিকে আহত হয়ে হাসপাতালে যেতে হয়েছে। শনিবার আইএফএ শিল্ড ফাইনালে শেখ জামালের হারের পেছনে অনেকে রেফারিকে দায়ী করছেন। বিশেষ করে সনি নর্দের লাল কার্ডটা দেশের ফুটবলপ্রেমীরা মেনে নিতে পারেননি। তাদের কথা, সনি মাঠে থাকলে নির্ধারিত সময়ে শেখ জামাল জিতে যেত। আর এ সুযোগে দেশের রেফারিরাও মুখ খুলতে শুরু করেছেন। গতকাল স্টেডিয়ামে দেশের এক পরিচিত রেফারির সঙ্গে দেখা মিললে তিনি বেশ মুড নিয়েই বললেন, আপনারা তো কথায় কথায় আমাদের বাঁশির ভুল খোঁজেন। এবার আইএফএ শিল্ডে প্রমাণ পেলেন তো ভুল শুধু বাংলাদেশের রেফারিরাই করেন না।
উচিত শিক্ষা
যদিও টেস্টে দ্বিস্তর প্রস্তাব পাস হয়নি। তার পরও এ নিয়ে দেশের ক্রিকেটপ্রেমীরা ভারতের ওপর দারুণ ক্ষুব্ধ। কেননা এ প্রস্তাব মূলত তৈরি করেছিল ভারতই। ক্রিকেটপ্রেমীদের আশা গতবার আমরা এশিয়া কাপে ভারতকে হারিয়ে শচীনের সেঞ্চুরির সেঞ্চুরি উদযাপন করতে দিইনি। এবার আসুক এশিয়া কাপে, আরেকবার উচিত শিক্ষা দিয়ে ছাড়ব।
ভাবনার বাইরে
শেখ জামালের সনি নর্দেকে ভারতের দুই বিখ্যাত দল মোহনবাগান ও ইস্টবেঙ্গল নেওয়ার জন্য পাগল। কলকাতা ছাড়ার সময় ইস্টবেঙ্গলের এক কর্মকর্তা নাকি সনিকে বলেছেন, জামাল তোমাকে আর কত টাকা দেয়। আমাদের এখানে খেলতে রাজি হয়ে যাও দেখবে ভাবনার বাইরে তুমি পারিশ্রমিক পাবে।
বরফের রাজ্য
রাশিয়ার বরফ রাজ্য সোচিতে অনুষ্ঠিত হচ্ছে শীতকালীন অলিম্পিক। গতকাল পর্যন্ত ৭টি স্পোর্টসের ৯৮টি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে এখানে। এর মধ্যে বেশিরভাগই শেষ হয়ে গেছে। ৭ ফেব্রুয়ারি শুরু হওয়া শীতকালীন অলিম্পিকে গতকাল পর্যন্ত স্বর্ণ জয়ের তালিকায় শীর্ষে অবস্থান করছিল জার্মানি। ৬৭টি স্বর্ণের লড়াইয়ে ৮টি স্বর্ণসহ মোট ১৫টি পদক জয় করেছে জার্মান অ্যাথলেটরা। ৭টি স্বর্ণ জয় করে দুই নম্বরে অবস্থান করছে নরওয়ে। তবে ৫টি স্বর্ণসহ মোট ১৯টি পদক জয় করে সংখ্যার দিক থেকে এগিয়ে স্বাগতিক রাশিয়া। ৫টি স্বর্ণসহ ১৯টি পদক জয় করেছে মার্কিন অ্যাথলেটরাও। ৫টি স্বর্ণ জয় করেছে নেদারল্যান্ড, সুইজারল্যান্ড ও বেলারুশও। এছাড়া ৪টি করে স্বর্ণ জয় করেছে কানাডা ও পোল্যান্ড এবং ৩টি স্বর্ণ জয় করেছে চীন।
সেনাবাহিনী আন্তঃটেনিস
বাংলাদেশ সেনাবাহিনীর আন্তঃফরমেশন লন টেনিস প্রতিযোগিতা-২০১৪ সদর দফতর লজিস্টিকস এরিয়ার ব্যবস্থাপনায় ঢাকা সেনানিবাসস্থ সেনাসদর টেনিস কমপ্লেঙ্ েগতকাল সমাপ্ত হয়েছে। প্রতিযোগিতায় লজিস্টিকস এরিয়া দল চ্যাম্পিয়ন এবং ৬৬ পদাতিক ডিভিশন দল রানারআপ হয়। ব্যক্তিগতভাবে এককে লজিস্টিকস এরিয়া দলের মেজর একেএম আহসানুুল হাফিজ এবং দ্বৈতে লজিস্টিকস এরিয়া দলের কর্নেল এবিএম শেফাউল কবীর, এএফডবি্লউসি, পিএসসি ও মেজর একেএম আহসানুল হাফিজ চ্যাম্পিয়ন হন।