লড়াইটা কঠিন হবে, এমন ধারণা নিয়েই ইত্তিহাদ স্টেডিয়ামে পা রেখেছিল বার্সেলোনা। কঠিন লড়াইয়ের ফাঁক গলেই সমালোচনার দেয়ালটা ভাঙতে হবে, সঙ্গে ছিল এই দৃঢ়তাও। হোসে মরিনহো গংদের ধারণা, গত কয়েক বছরের মধ্যে বার্সেলোনা সবচেয়ে বাজে অবস্থায় আছে। কিন্তু গত মঙ্গলবার ইত্তিহাদ স্টেডিয়ামে মরিনহো গংদের সম্পূর্ণ ভুল প্রমাণ করলেন মেসিরা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে থাকল বার্সেলোনা। ম্যাচটা চলছিল সমান্তরালে। ইংলিশ লিগের দাপুটে দল ম্যানসিটি মরিনহোকে প্রমাণ করে দিতে পারে! প্রথমার্ধের খেলা দেখে বুঝার উপায় ছিল না। দ্বিতীয়ার্ধে মেসির দুর্দান্ত এক আক্রমণ রুখতে গিয়ে একজনকে বলি হতে হয় লাল কার্ডের। ডি বঙ্রে ভেতরে মেসিকে অন্যায়ভাবে বাধা দিয়ে লাল কার্ডের ইশারায় মাঠ ছাড়েন ডেমিচেলিস।