ক্যারিয়ারে টেস্ট খেলেছেন মাত্র একটি। ওয়ানডে ২২টি। এরমধ্যে বেশ কয়েক ম্যাচে দলের জয়ের অবদান রেখেছেন এই স্পিনিং অলরাউন্ডার সচিত্র সেনানায়েকে। বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে তার সর্বশেষ নমুনা। ৬৭ রানে ৮ উইকেট হারিয়ে দল যখন পুরোপুরি কোণঠাসা, খাঁদের কিনারায় দাঁড়িয়ে, তখনই নবম উইকেট জুটিতে থিসারা পেরেরার সঙ্গে যোগ করেন ৮২ রান। এই জুটিই গড়ে দেয় জয়ের ভিত। এরমধ্যে সেনানায়েকের অবদান ছিল ৩০ রান। সংখ্যার বিচারে হয়তো অল্প, কিন্তু সময়োপযোগী। কাল অনুশীলন শেষে কথা বলেন এই স্পিনিং অলরাউন্ডার। আজ দ্বিতীয় ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করতে চায় শ্রীলঙ্কা, তাই জানালেন সেনানয়েকে।