উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগের খেলায় আর্সেনালকে ২-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। বুধবার রাতে অনুষ্ঠিত অপর ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ০-১ গোলে হেরে গেছে এসি মিলান।
প্রতিপক্ষকে গোলের সুযোগ না দিয়ে নিজেদের কৃতিত্বটা ভালোই দেখাল পেপ গার্দিওলার দল। ম্যাচের বেশির ভাগ নিয়ন্ত্রণ দলটির হাতেই ছিল। তবে খেলার প্রথমার্ধে আর্সেনাল-বায়ার্ন কেউই গোলের দেখা পায়নি। ৫৪ মিনিটে টনি ক্রোসের করা গোলে এগিয়ে যায় বায়ার্ন। খেলার একেবারে অন্তিম মুহূর্তে (৮৮ মিনিটে) হেড দিয়ে ব্যবধানটা ২-০ করে ফেলেন টমাস মুলার।
বায়ার্ন-আর্সেনাল ম্যাচের মতো মিলান-অ্যাটলেটিকো ম্যাচেও গোলের দেখা মিলছিল না। অবশেষে খেলার ৮৩ মিনিটে ডিয়েগো কস্তার কল্যাণে শেষ হাসি হাসে অ্যাটলেটিকো।