আজ শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ছয় উইকেট হারিয়ে ২৮৯ রান সংগ্রহ করেছে তারা। জয় পেতে হলে বাংলাদেশ দলকে ২৯০ রান করতে হবে।
আজকের খেলায় শুরুতেই বিপদে পরে সফরকারীরা। ৯ রাই হয় প্রথম উইকেটের পতন। তবে শুরু থেকেই ভালো খেলেছে কুমার সাঙ্গাকারা। ১০২ বলে নয়টি চারের সাহায্যে শতরানের মাইল ফলক অর্জন করেন তিনি। ৪৭তম ওভারে আরাফাত সানিকে বাউন্ডারি হাঁকাতে গিয়ে মাহমুদুল্লাহ রিয়াদের হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন কুমার সাঙ্গাকারা।
এ খেলায় বাংলাদেশ দলের হয়ে তিন উইকেট নেন রুবেল হোসেন।