চেলসির পর্তুগিজ কোচ হোসে মরিনহো বিশ্বাস করেন, লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোকে সর্বকালের সেরাদের সারিতে স্থান দেওয়া উচিত। এমনকি তারা বিশ্বকাপ জয় করতে ব্যর্থ হলেও। ইয়াহুর সঙ্গে এক সাক্ষাৎকারে মরিনহো এ দুজনের দীর্ঘদিনের অবদানের কথা উল্লেখ করেন। দুজনেই দীর্ঘদিন ধরে ফুটবলকে অনেক কিছু উপহার দিয়েছেন।
'মেসি একজন অসাধারণ ফুটবলার। সে গ্রেট। আমি মনে করি না, গ্রেট হওয়ার জন্য তার বিশ্বকাপ জেতার প্রয়োজন রয়েছে। রোনালদোও একজন গ্রেট। তারও পর্তুগালের হয়ে বিশ্বকাপ জয় করার প্রয়োজন নেই গ্রেট হওয়ার জন্য।' হোসে মরিনহো অবশ্য সেই সঙ্গে আশা করেন, এ দুজন একদিন বিশ্বকাপ জয় করবে। তার মতে, ম্যারাডোনা, জিদান, রোনাল্ডো এবং রিভালদোরা বিশ্বকাপ জয় করেছেন। মেসি-রোনালদোও জয় করতে পারেন। ব্রাজিল বিশ্বকাপে মেসি-রোনালদোই হতে যাচ্ছেন প্রধান আকর্ষণ। এ ছাড়াও অবশ্য নেইমারদের মতো তারকারাও আলো ছড়াতে পারেন। তবে শেষ পর্যন্ত আলোটা থাকবে বরাবর মেসি-রোনালদোর উপরই।