নিটল টাটা পেশাদার ফুটবল লিগে প্রথম পর্বের খেলা এখনো শেষ হয়নি। এরই মধ্যে শিরোপাপ্রত্যাশী দলগুলো দ্বিতীয় পর্বে নতুন বিদেশি সংগ্রহে উঠেপড়ে লেগেছে। গত মৌসুমে লিগসহ শেখ রাসেল ক্রীড়াচক্র তিন ট্রফি জিতলেও এবার তাদের সময়টা ভালো যাচ্ছে না। ফেডারেশন কাপে ব্যর্থতার পর লিগে তাদের অবস্থান সুখকর নয়। এরই মধ্যে তারা ব্রাদার্স, মুক্তিযোদ্ধার কাছে হেরেছে। বিজেএমসি, মোহামেডান ও আবাহনীর সঙ্গে ড্র করেছে। শেখ জামালের বিপক্ষে শেষ ম্যাচ বাকি রয়েছে তাদের। বেশ কিছু পয়েন্ট হারালেও ক্লাব সভাপতি নুরুল আলম চৌধুরী বলেন, আমরা এখনো শিরোপা ধরে রাখার ব্যাপারে আশাবাদী। কেননা, এবারে লিগ হবে তিন রাউন্ডের। সুতরাং অঘটন কত যে ঘটবে তা বলা মুশকিল। তিনিই জানালেন, দ্বিতীয় পর্বে নতুন বিদেশি সংগ্রহের কথা। সার্বিয়া থেকে দুই মিডফিল্ডার ছাড়াও বিশ্বচ্যাম্পিয়ন দুই দেশ ফ্রান্সের একজন মিডফিল্ডার ও একজন স্ট্রাইকার আসার কথা। এ ছাড়া স্পেনের এক মিডফিল্ডারের সঙ্গে আলোচনা চলছে। আলম বলেন, ওরা আসলেই যে মাঠে নামানো হবে, তা নয়। অনুশীলনে তারা ভালো করতে পারলে রেজিস্ট্রেশন করানো হবে। এরা খেললে আগের বিদেশিরা স্বাভাবিকভাবে বাদ পড়বেন। আলম বলেন, বাদ যে কারা পড়বেন তা ঠিক করবেন কোচ মারুফই।
এদিকে ঢাকা আবাহনীও বসে নেই। দলবদলে তেমন তারকা সংগ্রহ করতে না পারলেও মাঠে তারা ঠিকই নৈপুণ্যতার স্বাক্ষর রাখছে। শক্তির বিচারে এবার লিগে শিরোপার লড়াই শেখ জামাল ও মোহামেডানের মধ্যেই সীমাবদ্ধ থাকার কথা। কিন্তু আবাহনী যেভাবে খেলছে তাতে হারানো গৌরব উদ্ধার করলে বিস্ময়ের কিছু হবে না। তবে দলের ম্যানেজার সত্যজিত দাশ রুপু ফেনী সকার ও চট্টগ্রাম আবাহনীর মতো দুর্বল দলের কাছে পয়েন্ট হারানোটা মানতে পারছেন না। সহজ-সহজ গোলের সুযোগ নষ্ট করায় আমরা জেতা ম্যাচও ড্র করে ঘরে ফিরেছি। আশা রাখি দ্বিতীয় পর্বে দলের স্পিরিট আরও বাড়বে। ভালো পারফরম্যান্স না করাতে দলের দুই ব্র্যাজিলিয়ানকে বিদায় জানানো হয়েছে। রুপু জানালেন, দ্বিতীয় পর্বে ভালো মানের বিদেশি ফুটবলার মাঠে নামানো যাবে বলে আশা রাখি। কোন দেশ থেকে খেলোয়াড় আসবে এ ব্যাপারে রুপু বলেন, আমরা চাচ্ছি আফ্রিকা মহাদেশ থেকেই খেলোয়াড় আনার। ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান অনেক দিন পর শক্তিশালী দল গড়লেও লিগ টেবিলে তাদের অবস্থান হতাশাজনক বলা যায়। সত্যি বলতে কি, দলের বিদেশিদের খেলা মানসম্মত নয়। দ্বিতীয় পর্বে নয়। দ্বিতীয় পর্বে নতুন কেউ আসবে কি না এ ব্যাপারে দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবুর সঙ্গে টেলিফোনে কথা বলার চেষ্টা চালালেও তিনি ফোন রিসিভ করেননি। তবে দলের এক ফুটবলার বলেন, শুনেছি কর্মকর্তারা নাইজেরিয়া থেকে খেলোয়াড় আনার চেষ্টা চালাচ্ছেন। মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্রে দ্বিতীয় পর্বে নাইজেরিয়ার সানডেকে মাঠে নামাবে। শেখ জামাল ধানমন্ডি এমনিতেই শক্তিশালী দল তারপরও তারা দ্বিতীয় পর্বে নতুন বিদেশি ফুটবলার আনছে। ক্লাব সভাপতি মনজুর কাদের জানালেন, ইংল্যান্ডের নাগরিকত্ব পাওয়া নাইজেরিয়ার মিডফিল্ডার। একইভাবে পোল্যান্ড থেকে একজন উঁচু মানের স্ট্রাইকার আনা হচ্ছে।