বড় প্রাপ্তি
টানা দ্বিতীয় মেয়াদে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সালাউদ্দিন। এর আগে ২০০৮ সালে প্রথমবার সাফের সভাপতি হয়েছিলেন তিনি। দ্বিতীয় মেয়াদে সালাউদ্দিন সাফের দায়িত্ব পাওয়ায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদের সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, সংগঠক হিসেবে সালাউদ্দিনের যোগ্যতা এখানেই প্রমাণ মিলে। তা না হলে দ্বিতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় এত বড় চেয়ারে বসার দায়িত্ব পাবেন কেন? নেপালের গণেশ থাপা বলেছেন, সালাউদ্দিন সালাউদ্দিনই। আমিও তার এ কথার সঙ্গে একমত। দ্বিতীয়বারের মতো সাফের সভাপতি নির্বাচিত হওয়ায় আমি তাকে অভিনন্দন জানাই। আর এটা শুধু ব্যক্তি নয়, দেশের জন্যও বড় প্রাপ্তি বলা যায়। কাদের বলেন, আমরা আশা করব সালাউদ্দিনের নেতৃত্বে সার্ক অঞ্চলে ফুটবলে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে।
ঢিল মারা নয়
অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, ঢিল মারা বা গাড়িতে আগুন দেওয়া তরুণ সমাজের কাজ নয়। এখন তাদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগী হতে হবে। শুধু ক্রিকেট নয়, আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য পেয়ে অন্য খেলায়ও তরুণ-তরুণীরা দেশের সুনাম বৃদ্ধি করছে। তাই কারও ইন্ধনে জানমালের ক্ষতি না করে তরুণদের খেলাধুলার ব্যাপারে এগিয়ে আসতে হবে। গতকাল সিলেটে প্রথম মাহা মিডিয়া কাপ ক্রিকেটে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন। টুর্নামেন্টে দৈনিক সবুজ সিলেট দল চ্যাম্পিয়ন ও দৈনিক প্রভাত বেলা রানার্সআপ হয়।
রহমতগঞ্জ জয়ী
প্রিমিয়ার ব্যাংক চ্যাম্পিয়ন ফুটবল লিগে রহমতগঞ্জ সবুজ জয়ের মুখ দেখেছে। গতকাল কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা ৩-০ গোলে ফরাশগঞ্জকে হারিয়ে দেয়। দিনের আরেক খেলায় বাড্ডা জাগরণী সংসদ ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ১-১ গোলে ড্র করে।
ন্যু-ক্যাম্পে স্টেগান
মার্ক আন্দ্রে টার স্টেগান ২১ বছরের এক জার্মান তরুণ। বুরুসিয়া মঞ্চেনগ্লাবাখে খেলছেন ২০১১ সাল থেকে। বার্সেলোনা ভিক্টর ভালদেসের বিকল্প হিসেবে স্টেগানের কথাই ভাবছিল বেশ কিছুদিন ধরে। অবশেষে ১২ মিলিয়ন ইউরোতে বুরুসিয়া মঞ্চেনগ্লাবাখের সঙ্গে চুক্তি হয়েছে বার্সেলোনার। তবে স্টেগানকে দলে নিতে কাতালানদের দুটি প্রীতিম্যাচ খেলতে হবে বুরুসিয়ার সঙ্গে। স্টেগান আগামী মৌসুমের শুরুতেই যোগ দিচ্ছেন বার্সেলোনায়। ২০১৯ সাল পর্যন্ত ন্যু-ক্যাম্পে খেলবেন স্টেগান।
জার্মানির এই তরুণ তারকা এরই মধ্যে জাতীয় দলের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন। এ ছাড়া ক্লাবের হয়ে খেলেছেন ৯১ ম্যাচ। ভিক্টর ভালদেস বার্সেলোনায় খেলছেন ২০০২ সাল থেকে। তিনি বার্সেলোনায় আছেন ১৯৯৫ সাল থেকে। কাতালুনিয়ার এই গোলরক্ষক ক্যারিয়ারের শেষটা প্রিয় ক্লাবের বাইরেই কাটাতে চান। গত এক যুগে বার্সেলোনার জার্সিতে ৩৮৩ ম্যাচ খেলেছেন ভালদেস।