বমি নিয়ে বিপাকে আছেন মেসি। আগেও কয়েকবার মাঠে বমি করেছেন তিনি। সর্বশেষ রোমানিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বমি করেন আর্জেন্টাইন এই তারকা। অসুস্থতার কারণে মেসি নিজেকে মেলে ধরতে পারেননি। ফলে আর্জেন্টিনা গোলশূন্য ড্র করে রোমানিয়ার সঙ্গে।
তবে এবার বমি করার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন কাতালান তারকা। ইতোমধ্যে তিনি বমি সমস্যার সমাধানের জন্য বিশেষজ্ঞের শরণাপন্ন হয়েছেন। তবে বিষয়টি মারাত্মক কিছু নয় বলে উল্লেখ করেছেন বার্সেলোনার কোচ টাটা মার্টিনো।
তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে ইতোমধ্যে সে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়েছে। তারা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছে। বিষয়টি মারাত্মক কিছু নয়। হয়তো তার কিছু একটা সমস্যা হচ্ছে। এই সমস্যার কারণে তার পারফরম্যান্সে কোনো প্রভাব পড়বে না। এমনটা মাঝে মাঝেই তার ক্ষেত্রে ঘটে থাকে।'
টানা চারবার ফিফা ব্যালন ডি’অর পুরস্কার জেতা মেসি এর আগে ২০১৩ সালে বলিভিয়ার বিপক্ষে মাঠে বমি করেছিলেন। রিয়ালের বিপক্ষেও একবার তিনি মাঠে বমি করেছিলেন। তবে এই সমস্যার সমাধান করার ব্যাপারে এবার তিনি কোমর বেঁধেই নেমেছেন।