আগামী মাসের ১৬ তারিখ থেকে বাংলাদেশে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ ৷ কিন্তু তার আগেই ক্যারিবিয়ান ওপেনার ক্রিস গেইলের স্বীকারোক্তি তাদের পক্ষে খেতাব ধরে রাখা কঠিন ৷ দু'বছর আগে শ্রীলঙ্কার মাটিতে এই গুণী ওপেনারের হাত ধরেই প্রথমবার টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ ৷ ২৩ তারিখ ভারতের বিরুদ্ধে অভিযান শুরু করছে গতবারের চ্যাম্পিয়নরা ৷
গেইল বলেন, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে পারলে দারুণ লাগবে। যদিও এটা সহজ হবে না। এই মুহূর্তে অন্য দলগুলিও ভালো খেলছে। তবে আমাদের প্রাথিমক লক্ষ্য হবে গ্রুপে ভালো খেলা। তারপর সেমিফাইনাল ও ফাইনাল নিয়ে ভাববো।
২০১২ সালের আগস্টে টি-২০ বিশ্বকাপ জেতার পর থেকে ১০টি টি-২০ ম্যাচে পাঁচটিতে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। গেইল বলেন, সম্প্রতি ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে আমরা খুব একটা ভালো খেলিনি ৷ অনেক ম্যাচ হেরেছি। চেষ্টা করবো ইংল্যান্ডের বিরুদ্ধে জিতে ছন্দ ফিরে পেতে।