ঢাকার ক্রিকেট মাঠে পাকিস্তানের পক্ষে বেলাল্লাপনা যেন কিছুতেই শেষ হচ্ছে না। পাকিস্তান দল বাংলাদেশে আসলেই তাদের এদেশীয় দোসররা মাঠে গিয়ে শুরু করে চরম বেলাল্লাপনা। এবারের এশিয়া কাপেও তাদের এই পাকিস্তান প্রেম প্রকাশ পেয়েছে নির্লজ্জের মতো। আমার যতদূর মনে পরে, স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টু যখন বাংলাদেশে আসেন তখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাকে বললেন, তুই তেজগাঁও এয়ারপোর্টে যাবি আর তোর ক্যামেরায় ১০ মিনিট, ১৫ মিনিট পর পর ছবি তুলবি। কেমন লোক হয়েছে আমাকে জানাবি।
আমি তার কাছে গিয়ে বললাম বহু লোক হয়েছে। তিনি আমাকে বললেন, সকালবেলা তুই ছবি প্রিন্ট করে আমার কাছে নিয়ে আসবি। আমি সকাল আটটার মধ্যে ৩২ নম্বরে ১২টা বড় সাইজের ছবি নিয়ে গেলাম। তিনি তখন বললেন, তোদের আরেকটা মুক্তিযুদ্ধ করতে হবে। স্বাধীনতা বিরোধী এবং পাকিস্তানি শাসকরা এদেশে তাদের দোসরদের দিয়ে এই দেশকে ধ্বংস করার চেষ্টা করবে। এই মুক্তিযুদ্ধে কাউকে ছাড় দিবি না।
আজ বাংলাদেশে যখন পাকিস্তান ক্রিকেট টিম খেলতে আসে তখন আমরা গ্যালারিতে দেখতে পাই, বাপ-মা ছেলে ও মেয়েকে নিয়ে খেলা দেখতে আসে পাকিস্তানের পতাকা হাতে নিয়ে। শুধু তাই নয়, তারা গালে ও কপালে পাকিস্তানের পতাকা অাঁকে। গায়ে পরে আসে পাকিস্তানের চাঁদ-তারা মার্কা টি শার্ট। পাকিস্তানের জয়ে উল্লাস করে নির্লজ্জের মতো। এদেরকে ধিক্কার জানানোর ভাষাও নেই।
৩০ লাখ শহীদের রক্তে আর দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে এসেছে আমাদের স্বাধীনতা। আমাদের মহান মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি পাকিস্তান তাদের এ দেশীয় দোসরদের মাধ্যমে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে। তা করেও তারা শান্ত হয় নাই। আজও তারা উল্লাস করছে আমাদের মহান মুক্তিযুদ্ধের শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে।