নিজেদের শেষ ম্যাচে হংকংয়ের বিপক্ষে ১৬ ওভার তিন বলে ১০৮ রান নিয়েই অলআউট হয়ে গেছে বাংলাদেশ। টচে হেরে চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে ব্যাট করতে নামে বাংলাদেশ।
মুশফিক ২৩ রান করে সাজঘরে ফেরেন। এরপর একে একে আউট হন মাহমুদুল্লাহ, ফরহাদ রেজা, রাজ্জাক, রুবেল হোসেন। বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান সর্বোচ্চ ৩৪ রান করেন। এ ছাড়া আনামুল হক ২৬ রান করেন। ৪জন ব্যাটসম্যান শূন্য রানে সাজঘরে ফিরে যান।
তার আগে ইনিংসের দ্বিতীয় বলে কোনো রান না করেই বোল্ড হয়ে ফিরে যান তামিম ইকবাল। ওভারের শেষ বলে ২ রান করে এলবিডব্লিউর ফাঁদে পা দেন সাব্বির।
ইনজুরির কারণে আজ খেলতে পারছেন না মাশরাফি বিন মর্তুজা। তার জায়গায় নেমেছেন রুবেল হোসেন। প্রথম দুই ম্যাচে বাংলাদেশ সহজেই জয় পেয়েছে।
আফগানিস্তানকে ৯ উইকেটে এবং নেপালকে ৮ উইকেটে হারিয়েছে টাইগাররা। আজ জয় পেলেই প্রথম রাউন্ড থেকে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে সুপার টেন বা দ্বিতীয় রাউন্ডে খেলবে বাংলাদেশ।