টিকিট যেন সোনার হরিণ। টি-২০ বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারতের ম্যাচকে ঘিরে উত্তেজনার শেষ নেই। অনেক ক্রিকেটপ্রেমী চাচ্ছেন আজ দুই দলের গুরুত্বপূর্ণ ম্যাচটি গ্যালারিতে বসে উপভোগ করতে। চাইলেতো হবে না, টিকিট পাবে কোথায়? ব্যাংক ও অনলাইনে যে টিকিট ছাড়া হয়েছিল তা সবই বিক্রি হয়ে গেছে। এখন উপায়, কালোবাজারির কাছ থেকে টিকিট ক্রয় করা। আজ ম্যাচ হলেও গতকাল সকাল থেকেই মিরপুর স্টেডিয়াম আঙ্গিনায় প্রচুর ভিড় লক্ষ্য করা গেছে। কারণ একটাই যদি ব্ল্যাকারদের কাছ থেকে টিকিট পাওয়া যায়। ব্যাংক কর্তৃপক্ষ জোর গলায় বলেছিলেন, নিয়ম মেনেই দর্শকদের সব ম্যাচের টিকিট বিক্রি করা হচ্ছে। এখানে কালোবাজিরা সুবিধা করতে পারবে না। অথচ কাল দেখা গেল কালোবাজারিদের হাতে শ' শ' টিকিট। প্রশ্ন উঠেছে একেক জন ব্ল্যাকার এত টিকিট পেল কীভাবে?
ব্যাংক যদি নিয়ম মেনে থাকে তাহলে কি এসব টিকিট অন্য কোথাও থেকে সংগ্রহ করা হয়েছে। বিসিবি স্বীকার করলেও গুঞ্জন উঠেছে এখানে বোর্ডের কোনো কর্মকর্তার হাত রয়েছে।