বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের প্রস্তুতিটা ভালোই হলো। অনুশীলন ম্যাচে বলিভিয়ার পর শেষ ম্যাচে এল সালভাদরের বিপক্ষেও ২-০ গোলের জয় পেয়েছে স্প্যানিশরা। তবে বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য সবচেয়ে খুশির খবর হচ্ছে ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন তারকা স্ট্রাইকার দিয়েগো কস্তা। এল সালভাদরের বিরুদ্ধে স্পেনের হয়ে দুই দুটি গোলই করেছেন ডেভিড ভিয়া। পেদ্রোর বদলি হিসেবে মাঠে নেমে ৬০ ও ৮৮ মিনিটে গোল দুটি করেছেন তিনি।
তবে এল সালভেদরের বিরুদ্ধে ম্যাচের শুরুতেই পেনাল্টি মিস করেন সেস ফেব্রিগাস। খেলা শুরুর মাত্র ৪ মিনিটে পাওয়া সুযোগকে কাজে লাগাতে পারেনি বার্সা তারকা। ৮০ মিনিটে সার্জিও বুসকেটসের শট ফিরে এসেছে গোলপোস্টে লেগে। দুই দুটি সহজ সুযোগ নষ্ট হওয়ার পরও জয় পেতে কোনো সমস্যা হয়নি স্পেনের।
বিশ্বকাপের প্রস্তুতি টুর্নামেন্ট কনফেডারেন্স কাপের ফাইনালে গত বছর ব্রাজিলের ৩-০ গোলে হারলেও শিরোপার অন্যতম দাবিদার স্প্যানিশরাই। কেননা দেল বস্কের শিষ্যরা প্রস্তুতি ম্যাচেই তাদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। গত বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ডেভিড ভিয়া রয়েছেন ফর্মের তুঙ্গে। তার সঙ্গে এবার রয়েছে ব্রাজিলিয়ান বংশোদ্ভূত কস্তা। তাই আক্রমণ ভাগ আগের চেয়ে আরও শক্তিশালী হয়েছে। তবে পুয়োল অবসর নেওয়ার পর রক্ষণভাগে কিছুটা দুর্বলতা রয়েছে। কিন্তু এ ম্যাচে স্প্যানিশরা দেখিয়ে দিয়েছে তাদের রক্ষণকে দুর্বল ভাবার কোনো কারণ নাই। এই স্পেনকে নিয়ে বিশ্বকাপ জয়ের ব্যাপারে আশাবাদী কোচ ভিসেন্ট দেল বস্ক। তিনি বলেছেন, 'শেষ পর্যন্ত কস্তা খেলতে পারায় অনেক ভালো লাগছে। ছেলেরা যদি তাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারে তাহলে এবারে কিছু একটা হতে পারে।'