আষাঢ়ের প্রথম দিন। প্রচণ্ড গরমে নাভিশ্বাস নাগরিক জীবনে। একটু প্রশান্তি পেতে ইতিউতি তাকাচ্ছেন পথচলা ক্লান্ত পথিক। গা চুপচুপ এমন গরমে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ ও ভারত। কাল ছিল সিরিজের প্রথম ম্যাচ। কিন্তু ম্যাচটি বৃষ্টি বাধায় রূপ নেয় কার্টেল ওভারে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচটিতে সাত বল আগে ৭ উইকেটে জিতে সফরকারীরা এগিয়ে যায় সিরিজে। আগামীকাল দ্বিতীয় ম্যাচ একই সময়ে, একই ভেন্যুতে। গত মার্চে সর্বশেষ ওয়ানডে খেলেছিল টাইগাররা। এরপর টানা বিরতি। এশিয়া কাপের পর অবশ্য টি-২০ বিশ্বকাপ খেলেছেন ক্রিকেটাররা। কিন্তু পারফরম্যান্স ছিল যাচ্ছেতাই। বিশ্বকাপের বাছাই পর্বে হংকং এবং এশিয়া কাপে আফগানিস্তানের কাছে হেরে আত্মবিশ্বাসহীন হয়ে পড়েন মুশফিকরা। অথচ ২০১২ সালের এশিয়া কাপের পর পারফরম্যান্সের গ্রাফ উপরেই উঠছিল টাইগারদের। কিন্তু গত ডিসেম্বরে শ্রীলঙ্কা সিরিজের পর থেকে গ্রাফ আবারও অস্তগামী হতে থাকে টাইগারদের পারফরম্যান্স। আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে বিসিবি নিয়োগ দেয় নতুন কোচিং স্টাফ। চন্দিকা হাতুরাসিংহে ও হিথ স্ট্রিকের তত্ত্বাবধানে আনকোড়া ভারতের বিপক্ষে আত্মবিশ্বাসী ব্যাটিং করে স্কোর বোর্ডে ৯ উইকেটে ২৭২ রান যোগ করেন মুশফিকরা। তবে নড়বড়ে মনে হয়েছে তামিম ইকবাল ও মুমিনুল হক সৌরভকে। ম্যাচে প্রত্যয়ী ব্যাটিং করে হাফসেঞ্চুরি করেন মুশফিক ও সাকিব। ভারতের বিপক্ষে গত মার্চে এশিয়া কাপে ১১৭ রান করেছিলেন মুশফিক। কাল করেন ৬৩ বলে ৫৯ রান। সাকিব খেলেন ৫৮ বলে ৫৩ রানের ইনিংস। অবশ্য খেলা চলাকালীন এক দর্শক অসৌজন্যমূলক আচরণ করেন সাকিবের স্ত্রীর সঙ্গে। পরে অবশ্য সেই ঘটনা মিটমাট হয়ে যায় দর্শকের ক্ষমা চাওয়ায়। ঘটনাটি ঘটে বৃষ্টিতে খেলা বন্ধ থাকার সময়ে। বৃষ্টিতে খেলা বন্ধ থাকায় ওই দর্শককে বিসিবির নিরাপত্তাকর্মীরা ধরে নিয়ে যান অফিসে। সেখানে ওই দর্শককে উত্তমমধ্যম দেওয়া হয় বলে বিসিবি সূত্র জানায়। ২৭৩ রানের টার্গেট দেওয়া হয় ধোনি, কোহলিবিহীন ভারতকে। ওভার প্রতি পৌনে ছয় রানের টার্গেটে দুই ওপেনার রবিন উথাপ্পা ও আজিঙ্কা রাহানে ১৬ ওভারে তুলে নেন ১০০ রান। ১৭ নম্বর ওভারের প্রথম বলে উথাপ্পাকে এলবিডব্লিউ করেন সাকিব। ৬ বছর পর খেলতে নামা উথাপ্পা ৫০ রান করেন ৪৪ বলে। উথাপ্পার আউটের তিন বল পর শুরু হয় মুষলধারে বৃষ্টি। যাতে খেলা বন্ধ ছিল প্রায় পৌনে তিন ঘণ্টা। এরপর যখন খেলা শুরু হয়, তখন ভারতকে টার্গেট দেওয়া হয় ২৬ ওভারে ১৫০ রানের। অর্থাৎ জিততে করতে হবে ৫৬ বলে ৫০ রান। বৃষ্টির পর খেলতে নেমেই সাজঘরে ফিরেন চেতেশ্বর পূজারা। মনে হয়েছিল চাপে পড়বে ভারত। কিন্তু ম্যাচ সেরা রাহানে খেলা সহজ করে দেন ৭০ বলে ৬৪ রান তুলে।
শিরোনাম
                        - জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের নতুন তালিকা প্রকাশ
 - অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা
 - রাজধানীতে গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
 - মেক্সিকোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা পেরুর
 - মনোনয়ন পেয়ে যে বার্তা দিলেন ইশরাক
 - ১১ নভেম্বর থেকে বাংলাদেশে বিদ্যুৎ বন্ধের হুমকি আদানি পাওয়ারের
 - আবু সাঈদ হত্যা : সাক্ষী না আসায় সাক্ষ্যগ্রহণ আবারও পেছাল
 - ট্রাম্প-সৌদি যুবরাজ বৈঠক ১৮ নভেম্বর
 - যে জেলার কোনও আসনেই প্রার্থী দেয়নি বিএনপি
 - মেক্সিকোতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ১৩
 - সূচক বেড়ে পুঁজিবাজারে চলছে লেনদেন
 - সাইফার্ট ছিটকে যাওয়ায় সুযোগ পেলেন মিচেল
 - সাগর জাহানের নতুন ধারাবাহিক ‘বিদেশ ফেরত’
 - যে কারণে ৭৫ শতাংশ ভারতীয় শিক্ষার্থীর ভিসা আবেদন বাতিল কানাডার
 - নারী ক্রিকেটারদের বেতন বাড়াল বিসিবি
 - তুষারধসে নেপালে বিদেশি পর্বতারোহীসহ সাতজনের মৃত্যু
 - উত্তর কোরিয়ায় কিম পরিবারের বিশ্বস্ত সংসদপ্রধানের মৃত্যু
 - নির্বাচনী পরিচালনা কমিটি ঘোষণা এনসিপির
 - আজ ঢাকার বাতাসের মান কেমন?
 - রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি