আষাঢ়ের প্রথম দিন। প্রচণ্ড গরমের পর শুরু হয় মুষলধারে বৃষ্টি। নাগরিক জীবনে স্বস্তি ফিরিয়ে আনলেও এই বৃষ্টিতেই কাল অস্বস্তিতে পড়ে যান মুশফিকরা। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতেই বৃষ্টি আইনে ভারতের কাছে ৭ উইকেটে হেরে যায় বাংলাদেশ। আগামীকাল একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবেন মুশফিকরা। হারলেই সিরিজ হাতছাড়া হয়ে যাবে।
টি-২০ বিশ্বকাপে হংকং এবং এশিয়া কাপে আফগানিস্তানের কাছে হেরে আত্মবিশ্বাসহীন হয়ে পড়েন মুশফিকরা। অথচ ২০১২ সালের এশিয়া কাপের পর পারফরম্যান্সের গ্রাফ ওপরের দিকেই উঠছিল টাইগারদের। কিন্তু গত ডিসেম্বরে শ্রীলঙ্কা সিরিজের পর থেকে গ্রাফ আবারও নিচের দিকে নামতে থাকে। আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে বিসিবি নিয়োগ দেয় নতুন কোচিং স্টাফ। চন্দিকা হাতুরাসিংহে ও হিথ স্ট্রিকের তত্ত্বাবধানে ভারতের বিপক্ষে আত্মবিশ্বাসী ব্যাটিং করে স্কোর বোর্ডে ৯ উইকেটে ২৭২ রান যোগ করেন মুশফিকরা। প্রত্যয়ী ব্যাটিং করে হাফসেঞ্চুরি করেন মুশফিক ও সাকিব। ভারতের বিপক্ষে গত মার্চে এশিয়া কাপে ১১৭ রান করেছিলেন মুশফিক। গতকাল করেন ৬৩ বলে ৫৯ রান। সাকিব খেলেন ৫৮ বলে ৫৩ রানের ইনিংস।
২৭৩ রানের টার্গেট দেওয়া হয় ধোনি, কোহলিবিহীন ভারতকে। ওভার প্রতি পৌনে ছয় রানের টার্গেটে দুই ওপেনার রবিন উথাপ্পা ও আজিঙ্কা রাহানে ১৬ ওভারে তুলে নেন ১০০ রান। ১৭ নম্বর ওভারের প্রথম বলে উথাপ্পাকে এলবিডব্লিউ করেন সাকিব। ৬ বছর পর খেলতে নামা উথাপ্পা ৫০ রান করেন ৪৪ বলে। উথাপ্পার আউটের তিন বল পর শুরু হয় মুষলধারে বৃষ্টি। যাতে খেলা বন্ধ ছিল প্রায় পৌনে তিন ঘণ্টা। এরপর যখন খেলা শুরু হয়, তখন ভারতকে টার্গেট দেওয়া হয় ২৬ ওভারে ১৫০ রানের। অর্থাৎ জিততে করতে হবে ৫৬ বলে ৫০ রান। বৃষ্টির পর খেলতে নেমেই সাজঘরে ফিরেন চেতেশ্বর পূজারা। মনে হয়েছিল চাপে পড়বে ভারত। কিন্তু ম্যাচ সেরা রাহানে খেলা সহজ করে দেন ৭০ বলে ৬৪ রান তুলে।
শিরোনাম
- সত্যিই কি ট্রাম্পের ভয়ে পালিয়ে ইউরোপে যাচ্ছেন মার্কিনিরা?
- দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১৬২৬ জন
- নজরুল পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা
- রাজধানীতে চলন্ত অটোরিকশায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল নারীর
- বাংলাদেশি পাসপোর্ট পেলেন সামিত সোম, অপেক্ষা শুধু ফিফার ছাড়পত্রের
- আফতাবনগরে অটোরিকশায় ওড়না পেঁচিয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
- মেহেরপুরে গাঁজাসহ কারবারি আটক
- ভারতের সঙ্গে উত্তেজনায় পাকিস্তান প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর স্থগিত
- পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা
- বাংলাদেশ-পাকিস্তান সীমান্তে বিএসএফের ‘ফিল্ড হেডকোয়ার্টার’ করবে ভারত
- ঈদুল আজহার তারিখ জানাল আমিরাত
- রোমানিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জর্জ সিমিওনের চমক
- চিকিৎসকদের সঙ্গে দেখা করতে পারবেন না ওষুধ কোম্পানির প্রতিনিধিরা
- খরচ কম, লাভ বেশি: দিনাজপুরে ভুট্টা চাষে অভাবনীয় সাড়া
- শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন
- যশোরে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি
- মাদক থেকে মুক্তি পেলেও হৃতিকের বোনের রয়ে গেছে দেহজুড়ে আঘাতের চিহ্ন
- উত্তেজনার মধ্যে আবারও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান
- কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, কলাবাগান থানার ওসি-এসআই প্রত্যাহার
- স্বর্ণালঙ্কার তৈরির মেশিনে মিললো ২ কোটি টাকার স্বর্ণ
হেরে গেলেন মুশফিকরা
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর