সব ধরনের ক্রিকেট থেকেই অবসর নিয়েছেন ভারতীয় ক্রিকেটার মুরালি কার্তিক। শনিবার আনুষ্ঠানিকভাবে অবসরের কথা ঘোষণা করেন সাবেক বাঁ-হাতি এই স্পিনার। ভারতের হয়ে আটটি টেস্ট ও ৩৭টি ওয়ানডে খেলেছেন ৩৭ বছর বয়সী এই তামিলনাড়ু ক্রিকেটার।
২০০০ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় মুরালি কার্তিকের। ওয়ানডে অভিষেক হয় আরো দু’ বছর পর। ২০০২-এর মার্চে জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম ওয়ানডে খেলেন কার্তিক। শেষবার জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন সাত বছর আগে। ১৮ নভেম্বর ২০০৭ জয়পুরে ভারত-পাকিস্তান ওয়ানডে ছিল কার্তিকের শেষ আন্তর্জাতিক ম্যাচ।
এরপর কেটে গেছে সাত বছর কিন্তু জাতীয় দলের হয়ে মাঠে নামা হয়নি কার্তিকের। তবে নিয়মিত রঞ্জি ট্রফিতে খেলেছেন। গত মৌসুমে রেলওয়েজের হয়ে মাঠে নেমছিলেন। সেই সঙ্গে সদ্য সমাপ্ত আইপিএল সেভেনে প্রীতি জিনতার কিংস ইলেভেন পাঞ্জাবের হয়েও খেলেছেন তিনি। তবে দু’টির বেশি ম্যাচে মাঠে নামার সুযোগ হয়নি তার।
ভারতের হয়ে ৩৭ ওডিআই ম্যাচ খেলে ৩৭ উইকেট লাভ করেন মুরালি কার্তিক। পাশাপাশি ৮ টেস্ট খেলা মুরালির সংগ্রহ ২৪ উইকেট। জাতীয় দলের হয়ে একটি টি-টোয়েন্টি ম্যাচে অংশগ্রহণ করলেও উইকেটশূণ্য থাকেন তিনি।