ইংল্যান্ড-শ্রীলংকার মধ্যকার লর্ডস টেস্টের রোমাঞ্চকর ইতি ঘটছে যাচ্ছে। ইংল্যান্ডের করা প্রথম ইনিংসের ৫৭৫ রানের জবাবে ৪৫৩ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। ১২২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে চতুর্থ দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ আট উইকেটে ২৬৭ রান। ফলে ইংলিশরা লিড পেয়েছে ৩৮৯ রানের। তাদের হাতে রয়েছে দুই উইকেট্।
রবিবার ৭ উইকেটে ৪১৫ রান নিয়ে খেলতে নেমে ৩৮ রান যোগ করতেই তিন উইকেট হারিয়ে ফেলে লঙ্কানরা। গুটিয়ে যায় ৪৫৩ রানে। ফলে ১২২ রানের লিড পায় ইংল্যান্ড। শ্রীলঙ্কার পক্ষে জোড়া সেঞ্চুরি করেন সাঙ্গাকারা ও ম্যাথুজ। সফরকারীদের হয়ে কুমার সাঙ্গাকারা ১৪৭ ও অ্যাঞ্জেলো ম্যাথুজ ১০২ রান করেন। জয়াবর্ধনে করেন ৫৫ রান।
ইংল্যান্ডের হয়ে জেমস অ্যান্ডারসন ও ক্রিস জর্দান তিনটি করে উইকেট লাভ করেন। এছাড়া প্লাঙ্কেট দুইটি, ব্রড ও মঈন আলী নেন একটি করে উইকেট। এর আগে জো রুটের ডাবল সেঞ্চুরির সুবাদে ইংল্যান্ড সাত উইকেটে ৫৭৫ রান করে ইনিংস ঘোষণা করে। দলের হয়ে জো রুট ২০০ ও ম্যাট প্রায়র করেন ৮৬ রান।
শ্রীলঙ্কার সফল বোলার নুয়ান প্রদীপ ও সামিন্ডা এরাঙ্গা৷ প্রদীপ চারটি এবং এরাঙ্গা তিনটি উইকেট নেন৷ ১২২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে একসময় বিপদে পড়ে যায় স্বাগতিকরা। ১২১ রানে ৬ উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়ে ইংলিশরা। সপ্তম উইকেটে গ্যারি ব্যালেন্স ক্রিস জর্দানকে নিয়ে ৭৮ রানের জুটি গড়ে স্বাগতিকদের বিপদমুক্ত করেন। অষ্টম উইকেটে ব্রডকে নিয়ে ৫৭ রানের জুটি গড়ে পুরোপুরি ম্যাচে ফেরে কুকবাহিনী।
চতুর্থ দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৮ উইকেটে ২৬৭ রান। গ্যারি ব্যালান্স ১০৪ রানে অপরাজিত রয়েছেন। তার সঙ্গী প্লাঙ্কেট ২ রানে অপরাজিত রয়েছেন । ৩৮৯ রানের লিড নিয়ে আজ টেস্টের শেষদিনে মাঠে নামবে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে লঙ্কান বোলারদের হয়ে রঙ্গনা হেরাথ চারটি ও ইরাঙ্গা নেন তিনটি উইকেট। অপর উইকেটটি নেন কুলাসেকারা।