দীর্ঘ ৬ মাস পর কোমা থেকে বেরিয়ে আসতে সফল ফর্মুলা ওয়ান কিংবদন্তী মাইকেল শুম্যাখার। গতবছর ২৯ ডিসেম্বরে ফ্রান্সের আল্পসে স্কি করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন প্রাক্তন এই ফেরারি মহাতারকা। বরফের পাহাড়ের খাঁজে পাথরের আঘাতে জ্ঞান হারান শুমি। তারপর থেকেই ফ্রান্সের গ্রেনোবেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
অনেক চেষ্টা সত্ত্বেও কিছুতেই শুম্যাখারকে কোমা থেকে বের করে আনা সম্ভব হচ্ছিল না। চিকিৎসকরা শুমির সুস্থ হওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। কিন্তু কিছুদিন পর থেকেই শুমির সেরে ওঠার পজিটিভ দিকগুলো নজরে আসে চিকিৎসকদের।
অবশেষে আজ সোমবার কোমা থেকে মুক্ত প্রাক্তন এই ফর্মুলা ওয়ান বিশ্বচ্যাম্পিয়ন। ৪৫ বছর বয়সী শুম্যাখারকে কৃত্রিম উপায় চিকিৎসকরা কোমায় রেখেছিলেন। জানুয়ারির শেষদিকে আরও নানাপ্রকার ওষুধপত্র দিয়ে তাঁকে কোমা থেকে বের করে আনার প্রচেষ্টা চলছিল। শেষপর্যন্ত এই কাজে সফল চিকিৎসকরা।