বিশতম বিশ্বকাপের কালো ঘোড়া বেলজিয়াম। ইডেন হ্যাজার্ড, থিবোট কর্টয়েস, ভিনসেন্ট কম্পানিদের নিয়ে কি দুর্দান্ত একটা দলই না সাজিয়েছেন কোচ মার্ক উইলমটস। আজ বেলো হরিজন্তের মিনেরাও স্টেডিয়ামে ডার্ক হর্সখ্যাত বেলজিয়ামের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে। এইচ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়াম মুখোমুখি হবে আফ্রিকান দল আলজেরিয়ার। একই গ্রুপে বিশ্বকাপ মিশন শুরু করছে রাশিয়াও। ফ্যাবিও ক্যাপেলোর শিষ্যদের প্রতিপক্ষ আজ এশিয়ান দল দক্ষিণ কোরিয়ার। আলজেরিয়ার বিপক্ষে এর আগেই দুইবার খেলেছে বেলজিয়াম। একবার জয় এবং একবার ড্র নিয়ে মাঠ ছেড়েছে তারা। সেই হিসেবে আলজেরিয়ার বিপক্ষে ঐতিহাসিকভাবেই এগিয়ে থাকবে বেলজিয়াম। তবে বেলজিয়ামরা ভয় পাচ্ছে ইডেন হ্যাজার্ডকে নিয়ে। অনেক বড় তারকার মতোই তার বিপক্ষেও গুরুতর অভিযোগ, তিনি ক্লাবের জার্সিতে যতটা উজ্জ্বল দেশের জার্সিতে ততোটা নন। হ্যাজার্ডকে নিয়ে ভয়ে থাকলেও বেলজিয়াম আজ কোনো অঘটন চায় না। এইচ গ্রুপে বেলজিয়ামের পাশাপাশি ফেবারিট হিসেবেই খেলতে নামবে ফ্যাবিও ক্যাপেলোর রাশিয়া। তবে দক্ষিণ কোরিয়াও কম কিছু নয়।