খর্ব শক্তির ভারতকে দেখে মুচকি হেসেছিলেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। পূর্ণ শক্তির ভারতের বিপক্ষে যেখানে রয়েছে জয়ের ইতিহাস, সেখানে মহেন্দ্র সিং ধোনী, বিরাট কোহলী, রোহিত শর্মাদের মতো তারকা ক্রিকেটারদের ছাড়া আনকোরা ভারতের বিপক্ষে জয়ের কল্পনা করা অতিরিক্ত ছিল না টাইগার অধিনায়কের। তাই সিরিজ শুরুর আগে বলেছিলেন, মাঠে জবাব দিবেন। জবাব দিতে না পারলেও বৃষ্টি বিঘ্নিত প্রথম ওয়ানডেতে উল্টো জবাব পেয়েছেন মুশফিক। বৃষ্টি বাঁধার প্রথম ওয়ানডেটি টাইগাররা হেরেছে ৭ উইকেটে। আজ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি একই ভেন্যু মিরপুরে এবং সময় একই। সিরিজ জয়ের আশা টিকিয়ে রাখতে আজ জিততেই হবে মুশফিকদের। আনকোরা ক্রিকেটারদের নিয়ে গড়া দল নিয়ে সিরিজ নিজেদের হাতে রেখে দিতে আজ জিতলেই হবে সুরেশ রায়নাকে। রায়না হয়তো তার অধিনায়কত্বের সাফল্যকে বর্ণিল করে রাখতে চাইবেন। অবশ্য আজকের ম্যাচে জয়ের স্বপ্ন দেখছেন টাইগার পেসার আল-আমিন। ২০১২ সালের পর গত দুই বছর অসাধারণ ক্রিকেট খেলেছেন মুশফিকরা। পারফরম্যান্সের গ্রাফও উপরেই উঠছিল নিয়ত। কিন্তু গত ডিসেম্বর থেকে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষে গ্রাফ নিচে নামছে দ্রুত গতিতে। এতটাই দ্রুত যে, আফগানিস্তানের মতো দেশের কাছেও হেরেছে টাইগাররা। গত এক বছরে আট ম্যাচের সবগুলোতেই মাথা নিচু করে মাঠ ছেড়েছেন মুশফিকরা।