২০১৫ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে শচীনকে টুর্নামেন্টের প্রমোশনের কাজে লাগানো হবে বলে জানিয়েছেন টুর্নামেন্টের সিইও জন হার্নডেন। তিনি বলেন, 'শচীন বিশ্বকাপের বরাবরই একজন বড় সমর্থক। এটা এখনই বলা খুব কঠিন যে শচীনকে ঠিক কোন দায়িত্ব দেওয়া হবে। তবে বিশ্বকাপের কোনও না কোনও কাজে অংশ নেবেন শচীন।'
আগামী বছর ১৪ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত চলবে ক্রিকেট বিশ্বকাপ। টুর্নামেন্টের প্রচারের কাজ ইতিমধ্যেই বিভিন্ন দেশে শুরু করে দিয়েছেন সংগঠকরা। হার্নডেন আরও জানান, 'যতো টুর্নামেন্টের সময় এগিয়ে আসবে আমাদের আরও অনেক কিছু ঘোষণা করা তখন বাকি থাকবে। অতীতের বিশ্বকাপের নায়কদের টুর্নামেন্টের প্রচারের কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে আইসিসি-র। ইতিমধ্যেই অনেক ক্রিকেটাররা এবিষয়ে আমাদের সাহায্য করেছেন। ভবিষ্যতেও আরও অনেকদের সাহায্য পাব বলেই মনে করি আমরা।'