লর্ডস টেস্টের শেষ দিনে বেশ কয়েকবার জয়ের আশা জাগিয়ে তুললেও শ্রীলঙ্কার টেল এন্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তায় ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো ইংল্যান্ডকে। জয়ের জন্য ৩৯০ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ৯ উইকেটে ২০১ রান সংগ্রহ করে লঙ্কানরা।
সোমবার টেস্টের শেষ দিনে জয়ের জন্য ৩৯০ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় লঙ্কানরা। দিনের সাত ওভারের খেলা বাকি থাকতেই ৭ উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কায় পড়ে তারা। কিন্তু শেষদিকে ম্যাথুজ, প্রসন্ন জয়াবর্ধনে, হেরাথ ও ইরাঙ্গার দৃঢ়তায় ড্র নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।
শ্রীলঙ্কার পক্ষে চামারা সিলভা ৫৭ ও সাঙ্গাকারা করেন ৬১ রান। ম্যাথুজ মাত্র ১৮ রান করলেও ৯০ বল খেলে দলকে ড্র করতে সাহায্য করেন। শেষদিকে ম্যাথুজকে যোগ্য সঙ্গ দেন প্রসন্ন জয়াবর্ধনে। মাত্র ৮ রানের ইনিংসে ৬২ বল খেলেন প্রসন্ন। হেরাথ, ইরাঙ্গা ও প্রদীপও ইংলিশ বোলারদের সামনে বুক চিতিয়ে লড়েন। স্বাগতিকদের পক্ষে এন্ডারসন চারটি ও ব্রড নেন তিনটি উইকেট। ক্রিস জর্দান নেন দুই উইকেট।
রবিবার দ্বিতীয় ইনিংসে সাত উইকেটে ২৬৭ রান করে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। স্বাগতিকদের হয়ে গ্যারি ব্যালান্স অপরাজিত থাকেন ১০৪ রান নিয়ে। সফরকারীদের হয়ে হেরাথ নেন চার উইকেট। ইরাঙ্গা নেন তিন উইকেট। এর আগে প্রথম ইনিংসে জো রুটের ডাবল সেঞ্চুরির সুবাদে ইংল্যান্ড সাত উইকেটে ৫৭৫ রান করে ইনিংস ঘোষণা করে। দলের হয়ে জো রুট ২০০ ও ম্যাট প্রায়র করেন ৮৬ রান।
প্রথম ইনিংসে শ্রীলঙ্কার সফল বোলার নুয়ান প্রদীপ ও সামিন্ডা এরাঙ্গা৷ প্রদীপ চারটি এবং এরাঙ্গা তিনটি উইকেট নেন। ইংল্যান্ডের করা প্রথম ইনিংসে ৫৭৫ রানের জবাবে ৪৫৩ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। শ্রীলঙ্কার পক্ষে জোড়া সেঞ্চুরি করেন সাঙ্গাকারা ও ম্যাথুজ। সফরকারীদের হয়ে কুমার সাঙ্গাকারা ১৪৭ ও অ্যাঞ্জেলো ম্যাথুজ ১০২ রান করেন। জয়াবর্ধনে করেন ৫৫ রান।
প্রথম ইনিংসে অপরাজিত ২০০ রানের অনবদ্য ইনিংসের সুবাদে ম্যাচ সেরার পুরস্কার লাভ করেন জো রুট। দুই দলের মধ্যকার দুই টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী ২০ জুন হেডিংলিতে অনুষ্ঠিত হবে।