বৃষ্টির কারণে আড়াই ঘন্টা পর খেলা শুরু হয়েছে। ৯ ওভার কর্তন করে দ্বিতীয় ওয়ানডেটি ৪১ ওভারে নির্ধারণ করা হয়েছে। বৃষ্টির পর প্রথম ব্রেকথ্রু এনে দিয়েছেন তাসকিন আহমেদ। তিনি ওয়ানডে ক্যারিয়ারের প্রথম উইকেট পেয়েছেন ভারতীয় ওপেনার রবীন উথাপ্পাকে সাজঘরে ফিরিয়ে। ঠিক তার পরের ওভারেরই নিয়েছেন আরেকটি উইকেট। এবার শিকার আম্বাতি রাইডু। তাসকিনের তৃতীয় শিকার চেতাশ্বর পূজারা।
১৬. ৫ ওভার শেষে ভারত ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৬৬ রান। ক্রিজে আছেন স্ট্রুয়ার্ট বিনি (১) ও আকসার প্যাটেল (০)।
বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন ৩টি এবং মাশরাফি ২টি উইকেট নিয়েছে।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। কিন্তু ৫.২ ওভার খেলা চলার পর বৃষ্টি শুরু হওয়ায় প্রায় আড়াই ঘন্টা খেলা বন্ধ ছিল। দুপুর ৩টার দিকে বৃষ্টি কমলে গ্রাউন্ডম্যানদের নিরলস পরিশ্রমে ঘন্টা খানেকের মধ্যে আউটফিল্ডকে প্রস্তুত করা হয়েছে। আম্পায়ারদের দ্বিতীয় বার পরিদর্শন শেষে বিকাল ৪টায় ম্যাচ শুরু হয়েছে।
বৃষ্টি নামার আগে ভারত ৫.২ ওভার ব্যাটিং করে ১ উইকেট হারিয়ে ১৪ রান সংগ্রহ করেছে।
বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ২টি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। দলে সুযোগ পাওয়া ২ জনেরই মঙ্গলবার অভিষেক হয়েছে। আব্দুর রাজ্জাকের পরিবর্তে খেলছেন তাসকিন আহমেদ। এ ছাড়া মুমিনুল হকের পরিবর্তে সুযোগ পেয়েছেন মোহাম্মদ মিঠুন।
অন্যদিকে ভারতীয় দলে একটি পরিবর্তন; গত ম্যাচে অভিষেক হওয়া পারভেজ রসূলের বদলী হিসেবে সুযোগ পেয়েছেন স্টুয়ার্ট বিনি।
বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, নাসির হোসেন, মাহমুদ উল্লাহ রিয়াদ, মো: মিঠুন, এনামুল হক বিজয়, সোহাগ গাজী, মাশরাফি বিন মতুর্জা, তাসকিন আহমেদ, জিয়াউর রহমান, আল-আমিন হোসেন, সাকিব আল হাসান।
ভারতীয় দল : সুরেশ রায়না (অধিনায়ক), রবিন উথাপ্পা, অজিঙ্কা রাহানে , ঋদ্ধিমান সাহা, চেতাশ্বর পূজারা, আম্বাতি রাইডু, আকসার প্যাটেল, মোহিত শর্মা, অমিত মিশ্র, স্টুয়ার্ট বিনি ও উমেশ যাদব।