অভিষেক ম্যাচেই পাঁচ উইকেট নিল তাসকিন আহমেদে। মাত্র ১০৫ রানে ১০ উইকেটে হারিয়ে থেমে যায় ভারত। বাংলাদেশের বিরুদ্ধে এটি ভারতের সর্বনিম্ন রান।
এর আগে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম।
আজকে বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ পরে অভিষেক ঘটেছে দুই নতুন মুখ মিথুন এবং তাসকিনের।
প্রথম ম্যাচে সফরকারী ভারত বৃষ্টি আইনে সাত উইকেটের জয় পেয়েছিল স্বাগতিক ভারত। ফলে ৩তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে সুরেশ রায়নার নেতৃত্বাধীন দলটি।