ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭.৪ ওভারে অলআউট হয়ে বাংলাদেশ সংগ্রহ করে মাত্র ৫৮।
১৫তম ওভারে সাকিব আল হাসান ও জিয়াউর রহমানকে বিদায় করেন মোহিত শর্মা।
১৪তম ওভারে পরপর দুই বলে মোহাম্মদ মিঠুন ও মাহমুদুল্লাহকে বিদায় করেন স্টুয়ার্ট বিনি।
দ্বাদশ ওভারে স্টুয়ার্ট বিনির বলে ঋদ্ধিমানের ক্যাচে পরিণত হন মুশফিকুর রহিম। তৃতীয় ওভারে মোহিত শর্মার বলে অজিঙ্কা রাহানের হাতে সহজ ক্যাচ দিয়ে ফিরেন এনামুল হক।
প্রথম ওভারে মোহিত শর্মার বলে ঋদ্ধিমানের গ্লাভসবন্দী হয়ে বিদায় নেন তামিম ইকবাল।
এর আগে তাসকিনের সঙ্গে মাশরাফির বিধ্বংসী বোলিংয়ে ১০৫ রানে গুটিয়ে যায় ভারত।
অভিষেক ম্যাচে তাসকিন আহমেদ ২৮ রানের বিনিময়ে পাঁচ উইকেট দখল করেন। মাশরাফি নেন দুই উইকেট। পেসার আল আমিন ও সাকিব নেন এক উইকেট করে।
বৃষ্টির কারণে খেলা ৪১ ওভারে নেমে আসে। টসে জিতে ফিল্ডিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলেই আজিঙ্কা রাহানেকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মাশরাফি। ৫.২ ওভার খেলা শেষে বৃষ্টি নামলে খেলা বন্ধ থাকে। তখন সফরকারীদের স্কোর ছিলো ১৪/১।
বৃষ্টির পর অভিষিক্ত পেসার তাসকিন আহমেদ আলো ছড়ান। তাসকিনের ঝড়ে একে একে সাজঘরে ফিরেন ওপেনার রবিন উথাপ্পা (১৪), আম্বাতি রাইডু (১) ও চেতেশ্বর পূজারা (১১)। এরপর তুলে নেন স্টুয়ার্ট বিনি ও অমিত মিশ্রকে।
এর মধ্যখানে মাশরাফি বিন মর্তুজা ঋদ্ধিমান সাহার (৫) উইকেট তুলে নেন। একই সঙ্গে ভারতের অধিনায়ক সুরেশ রায়নাকে (২৭) রান আউট করেন।
পরের ওভারে বোলিংয়ে ফিরে অক্ষর পাটেলকে (৮) সরাসরি বোল্ড করেন আল-আমিন হোসেন। এরপর সাকিব আল হাসান ২৬তম ওভারের পঞ্চম বলে উমেশ যাদবকে কট আউট করেন।