ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ৫৮ রানে অলআউট হওয়ায় জাতির কাছে ক্ষমা চেয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি বলেছেন, 'এ অপরাধ ক্ষমার অযোগ্য। অনূর্ধ্ব ১৯ দলও এর চেয়ে ভালো খেলত। আমরা জাতির কাছে ক্ষমা চাই'
আজ ভারতের কাছে লজ্জাজনক হারের পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মুশফিক এসব কথা বলেন।
ভারতের বিপক্ষে ১০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ‘দায়িত্বজ্ঞানহীন’ ব্যাটিংয়ে বিপদে পড়ে বাংলাদেশ। ১৭.৪ ওভারে অলআউট হয়ে বাংলাদেশ সংগ্রহ করে মাত্র ৫৮ রান।
এর আগে বাংলাদেশ ১০৬ রানে ভারতকে অলআউট করে জয়ের সম্ভাবনা দেখিয়েছিল টাইগাররা। নিজেরা ব্যাটিং করতে নেমে এখন উল্টো লজ্জায় মুখ রাঙালো বাংলাদেশই।