বিশ্বের দ্রুততম প্রাণী কোনটি? উত্তর চিতা। শিকার করতে চিতা যখন দৌড়ায়, তখন তার গতি থাকে প্রায় ৮০ কিলোমিটার। বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে চিতার গতিতে দৌড়েছেন নেদারল্যান্ডসের উইঙ্গার অ্যারিয়েন রোবেন। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে পঞ্চম ও নিজের দ্বিতীয় গোলটি করার গতি ছিল ৩৭ কিলোমিটার। যা বিশ্ব ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গতি। বল নিয়ে যে গতিতে দৌড়েছিলেন, তাতে ছিল চিতার গতি! বিশ্বকাপ ফুটবল এখন মজে আছে ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি, নেইমার দ্য জুনিয়রকে নিয়ে। তারকা খ্যাতিতে তাদের চেয়ে পিছিয়ে নেই অ্যারিয়েন রোবেন। তারপরও তিন তারকার মতো তেমন আলোচনায় নেই এই ডাচ তারকা। কিন্তু বিশ্বকাপে স্পেনের বিপক্ষে যে রোবেনকে দেখা গেছে, তাতে অন্যদের ম্লানই বলা যায় তার কাছে। তার গতির কাছে অবশ্য ম্লান অন্য ফুটবলাররা। স্পেনের বিপক্ষে রোবেন যে গতিতে ফুটবল খেলেছেন, সেটা কাটাছেঁড়া করে দেখা গেছে বিশ্বের সব সময়কার সবচেয়ে গতিশীল ফুটবলার রোবেন। তার গতি ঘণ্টায় ৩৭ কিলোমিটার। ১৩ জুন বিশ্বচ্যাম্পিয়ন গতিশীল খেলেছে স্পেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে নেদারল্যান্ডস। ওই ম্যাচে হেডে উড়ন্ত পাখির মতো অবিশ্বাস্য এক গোল করেন রবিন ফন পার্সি। পার্সি দুই বার বল জালে ঢোকান স্পেনের। রোবেনও করেন দুই গোল। দুটি গোলই বোকা বানিয়েছে স্পেনিশ তারকা গোলরক্ষক ইকার ক্যাসিয়াসকে। মাঝমাঠ থেকে বল ধরে যে গতিতে সার্জিও র্যামোসকে পিছনে ফেলে দলের পঞ্চম ও নিজের দ্বিতীয় গোল করেন, বিশ্লেষকরা সেটার বিশ্লেষণ করে দেখেছেন, ওই সময় রোবেনের গতি ছিল ঘণ্টায় ৩৭ কিলোমিটার। এর আগে সবচেয়ে বেশি গতি ছিল ইংল্যাণ্ডের সাবেক স্ট্রাইকার থিও ওয়ালকটের। আর্সেনালের এই স্ট্রাইকারের গতি ছিল ঘণ্টায় ৩৫ কিলোমিটার। ৩০ বছর বয়সী রোবেনের আগের গতির রেকর্ড ছিল ৩০.৭ কিলোমিটার। ক্রিস্টিয়ানো রোনালদো (৩৩.৬ কি.)। মেসির গতি ৩২.৫ কি.মি.।
শিরোনাম
- কুমারখালীতে নিষিদ্ধ জাল বিনষ্ট, জেলেকে জরিমানা
- ভুট্টার আবাদে ঝুঁকে পড়েছেন বগুড়ার কৃষক
- এপ্রিলে মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় মিরাজ
- বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ শপিং সেন্টারে আগুন
- সব হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে রংপুরে ছাত্রশিবিরের মানববন্ধন
- আমিরাতে কিন্ডারগার্টেন থেকেই এআই শিক্ষার উদ্যোগ
- মার্কিন শুল্কচাপের কাছে নতিস্বীকার করলে পরিণতি আরও ভয়াবহ হবে: সাবেক থাই মন্ত্রী
- তাইওয়ানে ৫.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত
- মঙ্গলবার এক্সপ্রেসওয়েতে উঠতে পারবে মোটরসাইকেল ও সিএনজি
- সুগন্ধি লালসোনাইলের গোলাপি ঢেউ দোল খাচ্ছে প্রকৃতিতে
- কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ: ইউজিসি চেয়ারম্যান
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে শ্রীঘরে প্রেমিক
- বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ছয় জনের প্রার্থীতা বাতিল
- খালেদা জিয়ার আগমন উপলক্ষে কর্মসূচি, নেতাকর্মীদের যে জরুরি বার্তা দিলেন ফখরুল
- খালেদা জিয়ার দেশে ফেরার দিন ডিএমপির বিশেষ নির্দেশনা
- মাগুরার আলোচিত শিশু ধর্ষণ-হত্যা মামলার ৬ষ্ঠ দিন সাক্ষ্য গ্রহণ
- ভারত-পাকিস্তান উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব রাশিয়ার
- হবিগঞ্জে আধিপত্য নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক
- স্ত্রী-সন্তানসহ বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- খুলনায় তারুণ্যের সমাবেশ ঘিরে ঝালকাঠিতে যুবদলের প্রস্তুতি সভা
চিতার গতিতে রোবেন
ক্রীড়া ড
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর