আকসুর রিপোর্ট কিংবা ট্রাইব্যুনাল কমিটি গঠনের আগেই বিপিএলের দ্বিতীয় আসরে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার কথা স্বীকার করেন মোহাম্মদ আশরাফুল। টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের স্বীকারোক্তিতে তাকে সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ করে বিসিবি। সাবেক অধিনায়কের স্বীকারোক্তির পর আকসু তদন্ত করে ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিংয়ে জড়িত থাকায় ৯ ক্রিকেটার ও সংগঠকের নাম প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে। নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ল্যু ভিনসেন্ট জড়িত থাকার কথা স্বীকার করেন পরবর্তীতে। ট্রাইব্যুনাল কমিটি দীর্ঘ সময় তদন্ত করে গত ৮ জুন রায়ের পূর্ণাঙ্গ কপি ই-মেইল করেন সংশ্লিষ্টদের (অভিযুক্ত ক্রিকেটার, সংগঠক, বিসিবি ও আইসিসিকে)। রায়ের কপিতে অভিযুক্তদের জানানো হয়েছে, কেন তাদের অভিযুক্ত করা হয়েছে এবং কেন অন্যদের মুক্তি দেওয়া হয়েছে। আজ স্যাংশন হেয়ারিং। এরপর অভিযুক্ত ক্রিকেটারদের সাজা ঘোষণা করবেন তিন সদস্যের ট্রাইব্যুনাল কমিটি। বিসিবির ভারপ্রাপ্ত সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন তেমনি জানিয়েছেন। গত আগস্টে তদন্ত করে ৯ জনের জড়িত থাকার কথা জানায় আকসু। তাতে সন্তুষ্ট হতে পারেনি বিসিবি ও আইসিসি। বিষয়টি পুনঃতদন্ত করবে বলে জানায়। এছাড়া আকসুর অভিযুক্তদের পুনঃতদন্ত করার জন্য ট্রাইব্যুনাল কমিটি গঠন করে। সেই কমিটি গত ২৬ ফেব্র“য়ারি একটি সংক্ষিপ্ত রায় দেয়। তাকে মোশাররফ হোসেন রুবেল ও মাহাবুবুল আলম রবিনকে নির্দোষ ঘোষণা করে।
আজ অভিযুক্তদের স্যাংশন হেয়ারিং শেষে সাজার কথা জানানো হবে জানান বিসিবির ভারপ্রাপ্ত সিইও, ‘আজ স্যাংশন হেয়ারিং হবে। সেখানে অভিযুক্তরা তাদের বিপক্ষে আনীত অভিযোগের বিপক্ষে অংশ নিবেন। এসব শোনার পর আশা করছি ট্রাইব্যুনাল কমিটি সাজা ঘোষণা করবে।’ কার কি সাজা হবে, সে বিষয়ে আগাম কিছু বলা সম্ভব হচ্ছে না। ট্রাইব্যুনাল যাদেরকে অভিযুক্ত করেছে, তাদের মধ্যে রয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেটার কৌশল্য লোকুরাচ্চি, ঢাকা গ্ল্যাডিয়েটর্সের ব্যবস্থাপনা পরিচালক শিহাব চৌধুরীকেও দোষী সাব্যস্ত করা হয়।
অভিযুক্তদের সাজা ঘোষণার পরও তারা আবেদন করতে পারবেন। এখন শুধু অপেক্ষার পালা আশরাফুলদের সাজার পরিমাণ জানার।
শিরোনাম
- স্পেনে চলচ্চিত্র ও মিডিয়ার ৬০ শতাংশ নারী যৌন নিপীড়নের শিকার
- কুমারখালীতে নিষিদ্ধ জাল বিনষ্ট, জেলেকে জরিমানা
- ভুট্টার আবাদে ঝুঁকে পড়েছেন বগুড়ার কৃষক
- এপ্রিলে মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় মিরাজ
- বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ শপিং সেন্টারে আগুন
- সব হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে রংপুরে ছাত্রশিবিরের মানববন্ধন
- আমিরাতে কিন্ডারগার্টেন থেকেই এআই শিক্ষার উদ্যোগ
- মার্কিন শুল্কচাপের কাছে নতিস্বীকার করলে পরিণতি আরও ভয়াবহ হবে: সাবেক থাই মন্ত্রী
- তাইওয়ানে ৫.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত
- মঙ্গলবার এক্সপ্রেসওয়েতে উঠতে পারবে মোটরসাইকেল ও সিএনজি
- সুগন্ধি লালসোনাইলের গোলাপি ঢেউ দোল খাচ্ছে প্রকৃতিতে
- কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ: ইউজিসি চেয়ারম্যান
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে শ্রীঘরে প্রেমিক
- বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ছয় জনের প্রার্থীতা বাতিল
- খালেদা জিয়ার আগমন উপলক্ষে কর্মসূচি, নেতাকর্মীদের যে জরুরি বার্তা দিলেন ফখরুল
- খালেদা জিয়ার দেশে ফেরার দিন ডিএমপির বিশেষ নির্দেশনা
- মাগুরার আলোচিত শিশু ধর্ষণ-হত্যা মামলার ৬ষ্ঠ দিন সাক্ষ্য গ্রহণ
- ভারত-পাকিস্তান উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব রাশিয়ার
- হবিগঞ্জে আধিপত্য নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক
- স্ত্রী-সন্তানসহ বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
আশরাফুলদের রায় আজ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর