গ্রুপে ডার্ক হর্সখ্যাত বেলজিয়াম আছে। রাশিয়া ও দক্ষিণ কোরিয়ার জন্য নকআউট পর্বে যাওয়ার শর্ত ছিল পরস্পরের বিপক্ষে অঘটন এড়িয়ে যাওয়া। গতকাল ভোরে কুইয়াবার প্যানটানাল অ্যারিনাতে দুই দলই সেই শর্ত পূরণ করল! এইচ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল। নকআউট পর্বে যেতে হলে সামনের দুই ম্যাচে দুই দলকে জিততেই হবে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর রাশিয়ার বিশ্বকাপ ভাগ্য তারাও ডুবে গেছে। যে দলটা প্রায়ই কোয়ার্টার ফাইনালে থাকত। যারা ১৯৬৬ বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছে। লেভা ইয়াছিনের মতো গোলরক্ষক যে দলে খেলেছেন। সেই দলটা ১৯৯৪ ও ২০০২ বিশ্বকাপে গ্রুপ পর্ব পাড়ি দিতে পারেনি।