মিরপুর স্টেডিয়ামে ভারত-বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচ চলাকালীন সাকিব আল হাসানের স্ত্রী শিশিরকে উত্ত্যক্ত করা মামলায় এক যুবক গ্রেফতার হয়েছেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে রাহিদ রহমান (২৩) নামের ওই যুবককে তার বনানী ১০ নম্বর রোডের বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়া যুবকের বাবার নাম বজলুর রহমান। পেশায় তিনি একজন ব্যবসায়ী।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন মিরপুর মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন জানান, রাহিদ বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাকে আদালতে নেওয়া হবে।
ঘটনার পর ১৬ জুন সাকিব বাদী হয়ে মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন বলে জানান এসআই আফজাল।
ওইদিন খেলা চলাকালীন বৃষ্টির বাধা পড়ে। এসময় গ্যালারিতে বসে থাকা সাকিবের স্ত্রী শিশিরকে কয়েকজন যুবক উত্ত্যক্ত করলে বিসিবির নিরাপত্তকর্মীরা তাদের আটকে মারধর করে। সাকিবও যোগ দেন তাদের সঙ্গে।