বিশ্বকাপ শুরুর আগে যে তিন ফুটবলারকে নিয়ে মেতেছিল ফুটবলবিশ্ব। তাদের সবার উপরে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বসেরা ফুটবলার পর্তুগালের স্বপ্নের প্রতীক হয়ে আসেন ব্রাজিলে। পর্তুগাল যে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে, সেটার মূল কারিগর রিয়াল মাদ্রিদের রোনালদো। অথচ বিশ্বকাপ খেলাই এখন সংশয়াচ্ছন্ন হয়ে পড়েছে এই উইঙ্গারের। জার্মানির বিপক্ষে প্রথম ম্যাচ খেলেছেন ঠিকই। কিন্তু পুরো সময় ছিলেন না মাঠে। আহত হয়ে মাঠ ছাড়েন। গতকাল দলের সঙ্গে অনুশীলন করেন। কিন্তু মাঠ ছাড়েন পায়ে বরফ লাগিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে। ফলে আগামী ২২ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে জীবনবাজির লড়াইয়ে সাইডবেঞ্চেই বসে থাকতে হতে ফিফা ব্যালন ডি অর জেতা রোনালদোকে। শুধু মার্কিনীদের বিপক্ষেই নয়, বিশ্বকাপে খেলাই শেষ হয়ে যেতে পারে তার। রোনালদোর আগে বিশ্বকাপ শেষ হয়ে গেছে দলের রক্ষণভাগে খেলোয়াড় কোয়েন্ত্রাওয়ের। জার্মানির বিপক্ষে লাল কার্ড দেখে বহিষ্কৃৃত হন পেপে। ফলে পর্তুগালে শক্তি কমে এসেছে অর্ধেকে। রোনালদোর ইনজুরি নতুন নয়। রিয়ালের পক্ষে খেলার সময়ই আহত হন।
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আনফিট হয়ে খেলেছেন ১২০ মিনিট। ফলে সুস্থ হতে সময় লেগেছে রোনালদোর। সেই ইনজুরি নিয়েই ব্রাজিলে আসেন। কিন্তু এখনও পুরো সুস্থ হয়ে উঠতে পারেননি।