সিরিজ শেষ হয়ে গেছে আগের ম্যাচেই। ৫৮ রানের লজ্জার কারণে শেষ ম্যাচের আকর্ষণও শেষ! তাছাড়া রাতভর ফুটবল বিশ্বকাপের ম্যাচ দেখার পর কার-ই ইচ্ছা করে মিরপুরে গিয়ে মুশফিকদের ‘বিরক্তিকর’ ক্রিকেট দেখতে! ভাবছেন, কাল স্টেডিয়ামে আসেনি যদি এমনটা কেউ ভেবে থাকেন তাহলে ভুল করবেন। সত্যিকারের ক্রিকেট পাগলরা এতো কিছুর পরও ঠিকই মাঠে এসেছিলেন। শুধু তাই নয়, বৃষ্টিতে ভিজেও তারা স্টেডিয়াম ছাড়েননি। তিন দফায় বৃষ্টির পর যখন খেলা অনিশ্চিত তখনও এই ভক্তরা গুটিসুটি মেরে বসেছিলেন গ্যালারিতে। চাতক পাখির মতো তারা অপেক্ষায় ছিলেন, কখন খেলা শুরু হবে। এরাই তো সত্যিকারের ক্রিকেটপ্রেমিক। লজ্জা, হতাশাকে ভুলে গিয়ে তারা কাল চিৎকার করে মুশফিকদের সমর্থন জানিয়েছেন। পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে এমন ক্রিকেটভক্ত!
ভক্তদের এই অকৃত্রিম ভালোবাসার প্রতিদানও দিয়েছেন বোলাররা। সাকিব-তাসকিনরা এ ম্যাচেও বিশ্বসেরা ব্যাটিং লাইনআপ ভারতের ঘাড় মটকে ধরেছেন। তৃতীয় দফায় বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার সময় সফরকারীদের স্কোর ছিল ৩৪.২ ওভারে ৯ উইকেটে ১১৯ রান। পর পর দুই ম্যাচে ভারতের ব্যাটিং বিপর্যয়। আগের ম্যাচে ভারত অলআউট হয়েছিল ১০৫ রানে। এ ম্যাচে তো আরও বড় বিপর্যয়ে পড়তে ধরেছিল তারা। মাত্র ১৬ রানে চার উইকেট পতনের পর মনে হচ্ছিল টাইগারদের কাছে সর্বনিম্ন রানের লজ্জাতেই পড়তে পারে ভারত। কিন্তু পূজারা-রায়না-বিনির ধৈর্য্যশীল ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ১০০ পেরুতে পেরেছিল। আগের ম্যাচের মতো এ মাচেও ভারতীয় ব্যাটিং লাইন আপের লাগাম টেনে ধরেছিলেন তাসকিন আহমেদ। বাংলাদেশি পেসারের শরীরী ভাষা দেখে মনেই হয়নি এটি তার দ্বিতীয় ম্যাচ। অভিষেক ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার পর এ ম্যাচেও নিয়েছেন দুই উইকেট। ৮ ওভার বোলিং করে রান দিয়েছেন মাত্র ১৫। তিন উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করাতে ভারত ২-০ ব্যবধানে সিরিজ জিতে যায়।
কাল টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। প্রথম দফায় বৃষ্টির কারণে খেলা বন্ধ হয় ৮.৩ ওভারে। দ্বিতীয় দফায় বৃষ্টির কারণে খেলা প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে। উভয় ইনিংস থেকে ১০ ওভার করে কাটা হয়। ৪০ ওভারের ম্যাচে ৩৪.২ ওভার খেলা হওয়ার পর আবারও বৃষ্টি হানা দেয়। অবশেষে পরিত্যক্ত হয়ে যায় ম্যাচটি। হতাশায় মাথা নিচু করে গ্যালারি ত্যাগ করেন দর্শকরা। ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় ভারত।
শিরোনাম
- মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
- রাজনৈতিক স্থিতিশীলতা হারালে আবারও ওয়ান ইলেভেন সৃষ্টি হবে : খোকন
- ইতালি উপকূলে নৌকাডুবিতে ২০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ১৭
- প্রয়োজনীয় ৩৩ প্রকার ওষুধের দাম কমলো
- সাবেক তিন গভর্নর ও ছয় ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব
- লালমনিরহাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দি ১৫ হাজার পরিবার
- ২২ বছরে ১১ স্বামীকে খুন, অতঃপর ধরা পড়লেন যেভাবে
- রাঙামাটিতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
- কুয়েতে বিষাক্ত মদ পানে ১০ প্রবাসীর মৃত্যু
- নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন আবেদন যাচাইয়ে কমিটি
- ভারতে আটক ২২ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
- সারাদেশে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ১৮৫৮
- ফরিদপুরে ‘কাচ্চি ভাই’কে লাখ টাকা জরিমানা
- ইউক্রেনের পূর্বাঞ্চলের দুই গ্রাম দখলের দাবি রাশিয়ার
- ৪৬তম বিসিএস পরীক্ষা : ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ কেন্দ্র পরিবর্তন
- মাদারীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- জাতিসংঘ মহাসচিবের জলবায়ু পরিবর্তন যুব উপদেষ্টা পরিষদে বাংলাদেশের ফারজানা
- মালয়েশিয়া থেকে দেশের পথে প্রধান উপদেষ্টা
- ঝিনাইদহে এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে জখমের অভিযোগ
- ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘোষণা যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির
তৃতীয় ম্যাচ পরিত্যক্ত
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর