সিরিজ শেষ হয়ে গেছে আগের ম্যাচেই। ৫৮ রানের লজ্জার কারণে শেষ ম্যাচের আকর্ষণও শেষ! তাছাড়া রাতভর ফুটবল বিশ্বকাপের ম্যাচ দেখার পর কার-ই ইচ্ছা করে মিরপুরে গিয়ে মুশফিকদের ‘বিরক্তিকর’ ক্রিকেট দেখতে! ভাবছেন, কাল স্টেডিয়ামে আসেনি যদি এমনটা কেউ ভেবে থাকেন তাহলে ভুল করবেন। সত্যিকারের ক্রিকেট পাগলরা এতো কিছুর পরও ঠিকই মাঠে এসেছিলেন। শুধু তাই নয়, বৃষ্টিতে ভিজেও তারা স্টেডিয়াম ছাড়েননি। তিন দফায় বৃষ্টির পর যখন খেলা অনিশ্চিত তখনও এই ভক্তরা গুটিসুটি মেরে বসেছিলেন গ্যালারিতে। চাতক পাখির মতো তারা অপেক্ষায় ছিলেন, কখন খেলা শুরু হবে। এরাই তো সত্যিকারের ক্রিকেটপ্রেমিক। লজ্জা, হতাশাকে ভুলে গিয়ে তারা কাল চিৎকার করে মুশফিকদের সমর্থন জানিয়েছেন। পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে এমন ক্রিকেটভক্ত!
ভক্তদের এই অকৃত্রিম ভালোবাসার প্রতিদানও দিয়েছেন বোলাররা। সাকিব-তাসকিনরা এ ম্যাচেও বিশ্বসেরা ব্যাটিং লাইনআপ ভারতের ঘাড় মটকে ধরেছেন। তৃতীয় দফায় বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার সময় সফরকারীদের স্কোর ছিল ৩৪.২ ওভারে ৯ উইকেটে ১১৯ রান। পর পর দুই ম্যাচে ভারতের ব্যাটিং বিপর্যয়। আগের ম্যাচে ভারত অলআউট হয়েছিল ১০৫ রানে। এ ম্যাচে তো আরও বড় বিপর্যয়ে পড়তে ধরেছিল তারা। মাত্র ১৬ রানে চার উইকেট পতনের পর মনে হচ্ছিল টাইগারদের কাছে সর্বনিম্ন রানের লজ্জাতেই পড়তে পারে ভারত। কিন্তু পূজারা-রায়না-বিনির ধৈর্য্যশীল ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ১০০ পেরুতে পেরেছিল। আগের ম্যাচের মতো এ মাচেও ভারতীয় ব্যাটিং লাইন আপের লাগাম টেনে ধরেছিলেন তাসকিন আহমেদ। বাংলাদেশি পেসারের শরীরী ভাষা দেখে মনেই হয়নি এটি তার দ্বিতীয় ম্যাচ। অভিষেক ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার পর এ ম্যাচেও নিয়েছেন দুই উইকেট। ৮ ওভার বোলিং করে রান দিয়েছেন মাত্র ১৫। তিন উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করাতে ভারত ২-০ ব্যবধানে সিরিজ জিতে যায়।
কাল টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। প্রথম দফায় বৃষ্টির কারণে খেলা বন্ধ হয় ৮.৩ ওভারে। দ্বিতীয় দফায় বৃষ্টির কারণে খেলা প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে। উভয় ইনিংস থেকে ১০ ওভার করে কাটা হয়। ৪০ ওভারের ম্যাচে ৩৪.২ ওভার খেলা হওয়ার পর আবারও বৃষ্টি হানা দেয়। অবশেষে পরিত্যক্ত হয়ে যায় ম্যাচটি। হতাশায় মাথা নিচু করে গ্যালারি ত্যাগ করেন দর্শকরা। ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় ভারত।
শিরোনাম
- ‘ভাইয়ার দিকে খেয়াল রেখো’, বিমানে ওঠার আগে বললেন খালেদা জিয়া
- চসিক মেয়রে সঙ্গে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ
- শ্রীলঙ্কার কাছে হেরে সিরিজ জয়ের অপেক্ষা বাড়ল যুবাদের
- প্যাথলজিক্যাল নমুনা বিদেশে পাঠাতে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি লাগবে
- বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা শিক্ষার্থীদের
- গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- চাঁদপুরে জব্দ করা ৭ নৌকার নিলাম সম্পন্ন
- হাসনাতের গাড়িতে হামলা : গাজীপুরে ১০০ জনের নামে মামলা
- ট্রাম্পের নীতির কঠোর সমালোচনায় ফ্রান্স ও ইইউ
- সিরাজগঞ্জে জুলাই-আগষ্টে নিহত শহীদ পরিবারে চেক বিতরণ
- ‘শিখতে আসিনি, জিততে এসেছি’, নিউজিল্যান্ডকে হারিয়ে সোহান
- স্বর্ণের দাম বেড়েছে
- বাড়ির উঠানে বৃদ্ধকে শুঁড় দিয়ে আছড়ে মারল হাতি
- বেইলি রোডের আগুন নিয়ন্ত্রণে, ১৮ জনকে জীবিত উদ্ধার
- সুন্দরবনে মহাবিপন্ন বাটাগুর বাসকা কচ্ছপের ৬৫ বাচ্চার জন্ম
- পাকিস্তানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৯
- পেহেলগাঁও ইস্যু, আন্তর্জাতিক তদন্তে ব্রিটেনকে যুক্ত হওয়ার আহ্বান পাকিস্তান প্রধানমন্ত্রীর
- পেকুয়ায় যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ আটক ১
- স্পেনে চলচ্চিত্র ও মিডিয়ার ৬০ শতাংশ নারী যৌন নিপীড়নের শিকার
- কুমারখালীতে নিষিদ্ধ জাল বিনষ্ট, জেলেকে জরিমানা
তৃতীয় ম্যাচ পরিত্যক্ত
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর