দুই দলের নকআউট পর্ব নিশ্চিত হয়ে গেছে। তারপরেও নেদারল্যান্ডস ও চিলির জন্য আজকের ম্যাচটি 'ডু অর ডাই'! ব্যাপার কি? গ্রুপ চ্যাম্পিয়ন হতেই হবে! নইলে দ্বিতীয় রাউন্ডেই মোকাবিলা করতে হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের! দুই দলই চাইবে, নকআউট পর্বের প্রথম ম্যাচে স্বাগতিকদের এড়িয়ে চলতে। এ কারণেই যে ম্যাচটি হওয়ার কথা ছিল নিছক আনুষ্ঠানিকতার সেই ম্যাচটি উভয় দলের কাছে আজ 'মহাগুরুত্বপূর্ণ'।
যদিও এখনো স্বাগতিক ব্রাজিলের নকআউট পর্বই নিশ্চিত হয়নি, তবে শেষ ম্যাচে ক্যামেরুনকে হারাতে পারলেই তো গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে নেইমাররা। তবে কোনো অঘটন না ঘটলে আফ্রিকান অদম্য সিংহদের হারাতে খুব একটা বেগ পেতে হবে না। কেননা গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে হেরে ইতিমধ্যেই বিদায়ঘণ্টা বেজে গেছে ক্যামেরুনের। আর ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হলেই দ্বিতীয় রাউন্ডে তাদের প্রতিপক্ষ হবে 'বি' গ্রুপের রানার্সআপ। আর এই হিসাবটা মাথায় রেখেই আজ নেদারল্যান্ডস-চিলি মুখোমুখি হচ্ছে। নিজেদের ভুলের কারণেই ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে শিরোপা জিততে পারেনি ডাচরা। গোলের সহজ সুযোগ নষ্ট করায় স্প্যানিশ দুর্গে আটকা পড়ে নেদারল্যান্ডস। শিরোপার খুব কাছে গিয়েও সোনালি ট্রফিটা ছুঁয়ে দেখতে পারেননি রোবেন-পার্সিরা। সেই ক্ষোভেই কিনা এবার প্রথম ম্যাচে স্পেনকে ছিন্ন ভিন্ন করে দেয় তারা। জাভি-ইনিয়েস্তাদের ৫-১ গোলে উড়িয়ে দেওয়ার পর ফুটবলপ্রেমীরা তো ব্রাজিল বিশ্বকাপের শিরোপা ডাচদের হাতে তুলেই দিয়েছিল কল্পনায়! কিন্তু দ্বিতীয় ম্যাচেই নেদারল্যান্ডসকে মাটিতে নামায় অস্ট্রেলিয়া। যদিও সকারুদের বিরুদ্ধে কষ্টের জয় পেয়েছে ডাচরা কিন্তু সমর্থকদের অতি আত্দবিশ্বাসে ধাক্কা লেগেছে ব্যাপকভাবে। ডাচ সমর্থকদের মনে ভয় ঢুকে গেছে। তাদের প্রত্যাশার ফানুসটাও খানিক ছোট হয়ে গেছে। লাতিন আমেরিকায় শিরোপা জিততে পারবে তো নেদারল্যান্ডস! ডাচদের সামর্থ্যের একটা বড় পরীক্ষা হয়ে যাবে আজই।
এদিকে অ্যারেনা করিন্থিয়ানসে ডাচ দুর্গ ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত সানচেজরা। তারা প্রথম দুই ম্যাচে সহজ জয়ই পেয়েছে। অস্ট্রেলিয়াকে ৩-১ গোলে হারানোর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে পরাজিত করেছে ২-০ গোলে। যদিও গোল ব্যবধানে তাদের চেয়ে একটুখানি এগিয়েই রয়েছে নেদারল্যান্ডস। ড্র হলেও রানার্সআপ হয়ে যাবে চিলি। তাই আজ জয় ছাড়া অন্য কিছু ভাবছেন সানচেজরা। আজকের লড়াইটা শুধুমাত্র নেদারল্যান্ডস-চিলি কিংবা রোবেন-সানচেজের মধ্যে সীমাবদ্ধ নয়। লড়াইটা দুই মহাদেশের মধ্যে _ইউরোপ বনাম লাতিন আমেরিকা। দুই ঘরানার ফুটবল ঐতিহ্যের মধ্যে _টোটাল ফুটবল বনাম ছোট পাসের ছন্দময় জাদু।