মেসির সঙ্গে কারও তুলনা করা ঠিক হবে না। কথাগুলো বললেন, দেশকাঁপানো স্ট্রাইকার জাহিদ হোসেন এমিলি। এবার বিশ্বকাপ ফুটবলে মেসি না নেইমার ভালো খেলছেন- প্রসঙ্গটি উঠলে এমিলি বলেন, গ্রুপ পর্বে শুধু মেসি বা নেইমার নন, অনেকেই চোখে পড়ার মতো পারফরম্যান্স প্রদর্শন করছেন। নেদারল্যান্ডসের ফনপার্সি, রোবেন, জার্মানির থমাস মুলার, ফ্রান্সের বেনজেমা, চিলির ম্যানচেজ এমনকি নিষিদ্ধ হওয়া সুয়ারেজও প্রশংসনীয় নৈপুণ্য প্রদর্শন করেছেন। আমি বলব, ও মাঠে নামার পরই উরুগুয়ে প্রাণ ফিরে পেয়েছে এবং নকআউট পর্বেও ঠাঁই পেয়েছে। কিন্তু এর পরও আমি মেসিকে আলাদাভাবে রাখতে চাই। বলতে পারেন কেন? নেইমার অবশ্য ভালো খেলছেন তার গোলেই ব্রাজিল ভক্তদের উচ্ছ্বাসে ভাসছে। তাহলে আমি মেসিকে অতুলনীয় বলব কেন?
বিশ্বকাপ যারা দেখছেন তারা নিশ্চয়ই লক্ষ করেছেন আর্জেন্টিনা ফেবারিট হয়েও দলটা কিন্তু সেই রূপে খেলতে পারছে না। নাইজেরিয়ার বিপক্ষে কিছুটা ছন্দে ফিরলেও আমি বলব, আর্জেন্টিনাকে আর্জেন্টিনারূপে দেখা যায়নি। তার পরও দলটা পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। এ কৃতিত্বের জন্য পুরো এক শ মার্কস দেওয়া যায় শুধু মেসিকেই। পুরো দল তারকাভরা। তারা কি কেউ সুনাম অনুযায়ী খেলতে পারছেন? বসনিয়া, ইরান ও নাইজেরিয়ার বিপক্ষে মেসি যদি চারটি অসাধারণ গোল না করতে পারতেন তাহলে আর্জেন্টিনার কী অবস্থা হতো একবার ভেবে দেখুন।