জিতলে নায়ক। হারলে কি নায়ক বলে কারও প্রশংসা করা যায়? হ্যাঁ, বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে নাইজেরিয়া ২-৩ গোলে হেরে গেছে। এ জয়ের নায়ক নিঃসন্দেহে লিওনেল মেসি। প্রথমটি ততটা দৃষ্টিকাড়া না হলেও ফ্রি কিক থেকে তার দ্বিতীয় গোলটি ছিল অসাধারণ। বিভিন্ন জরিপে উল্লেখ করা হয়েছে, মেসির এ গোল বিশ্বকাপে অন্যতম সেরা গোলের তালিকায় ঠাঁই পেয়ে গেছে। শুধু এটা নয়, প্রথম পিছিয়ে গিয়েও কয়েক মিনিট ব্যবধানে নাইজেরিয়া যে সমতা এনেছিল সে গোলেরও প্রশংসা চলছে ফুটবলপ্রেমীদের মধ্যে। আহমদ মুসার এ গোল আর্জেন্টাইন-ভক্তদর হতবাক করে দেয়। রক্ষণভাগে তিন-চার জন পাহারা দেওয়ার পরও তিনি কীভাবে বল জালে পাঠালেন! এবার বিশ্বকাপে যে কটি গোল হয়েছে তার মধ্যে মুসার এ গোলও সেরার তালিকায় রাখা হয়েছে। শুধু এ গোল নয়, ম্যাচ না জিতলেও নাইজেরিয়াজুড়ে চলছে মুসাবন্দনা। বিশ্ব ফুটবলে অন্যতম শক্তিশালী দেশ আর্জেন্টিনার বিপক্ষে গোল করাটাই কঠিন। তারপর আবার এক খেলোয়াড়ই দুই গোল করেছেন, এমন ঘটনা কমই বলা যায়। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতে নামা আহমদ মুসা এখন শুধু নাইজেরিয়ার নন, আফ্রিকার নায়কই বনে গেছেন। কেননা ফ্রি কিকে দুর্দান্ত মেসির গোল জালে জড়ানোর পর অনেকে ধরে নিয়েছিলেন এবার আর সমতা নয়, গোলের বন্যায় ভেসে যাবে সুপার ঈগলরা। না, মুসা যেন সেদিন সত্যিই অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন। দ্বিতীয়ার্ধে ম্যাচ গড়ানোর কিছুক্ষণের মধ্যেই আবার তিনি গোল করে সমতা ফেরান। যদিও শেষ পর্যন্ত মার্কোস রোজার গোলে আর্জেন্টিনা জিতে যায়।