উইম্বলডনে দুরন্ত ছন্দে নোভাক জকোভিচ। শুক্রবার পুরুষ সিঙ্গলসে ফ্রান্সের জাইলেস সাইমনকে স্ট্রেট সেটে (৬-৪, ৬-২, ৬-৪ ) হারিয়ে শেষ ষোলোয় পৌঁছলেন শীর্ষ বাছাই জকোভিচ।
গতবারের রানার্স জকোভিচের সঙ্গে টেক্কা দিতে ব্যর্থ ফরাসি খেলোয়াড়। প্রথম সেট ৬-৪ জিতে নেওয়ার পর দ্বিতীয় সেটে সাইমনকে প্রত্যাবর্তনের সুযোগ দেননি বিশ্বের দু’ নম্বর সার্বিয়ান এই তারকা। তৃতীয় সেটে সাইমন কিছুটা লড়াই করলেও শেষরক্ষা হয়নি। ৬-৪ সেট ও ম্যাচ পকেটে পুরে নেন জোকার। শেষ ষোলোয় পৌঁছেছেন জো উইফ্রায়েড সঙ্গাও। তৃতীয় রাউন্ডে চিনা তাইপের জিমি ওয়াংকে ৬-২, ৬-২, ৭-৫ সেটে হারিয়ে চতুর্থ রাউন্ডে ওঠেন চতুর্থদশ বাছাই সঙ্গা।