সুয়ারেজ কাণ্ডে সর্বত্রই সমালোচনার মুখে পড়তে হচ্ছে ফিফা’কে। উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজের শাস্তির প্রতিবাদে এবার সরব হলেন দলের কোচ অস্কার তাবারেজ। ফিফার টেকনিক্যাল কমিটি থেকে সরে আসবেন বলেও হুমকি দিলেন ৬৭ বছর বয়সি এই কোচ। ফিফাতে দু’টি গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তিনি। ফিফার সিদ্ধান্তকে চূড়ান্ত নির্মম বলেও মন্তব্য করেছেন তাবারেজ।
তিনি জানান ‘যে সংগঠন নিজেদের সিদ্ধান্ত অন্যের ওপর বলপূর্বক চাপিয়ে দেয়, তাদের সঙ্গে থাকা কখনোই বুদ্ধিমানের কাজ হবে না। ফিফা মূলত মিডিয়ার মন্তব্যের ওপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা জানি ও ভুল করেছে। তবে প্রতিটি মানুষেরই আলাদা একটা দিক থাকে ফিফার সেটা দেখা উচিৎ ছিল ৷ এটা চূড়ান্ত নির্মম সিদ্ধান্ত।’
ফিফা সুয়ারেজকে বলির পাঁঠা বানিয়েছে বলেও মন্তব্য করেছেন তাবারেজ। এর আগে সুয়ারেজের পাশে দাঁড়িয়েছিলেন কিংবনন্তি ফুটবলার দিয়েগো মারাদোনা। এমন কী জিওর্জিও চেলনিও শুক্রবার ফিফার এই সিদ্ধান্ত অত্যন্ত কঠোর বলে জানিয়েছিলেন।