প্রথম পর্ব শেষ ফুটবল মহাযজ্ঞের। লিওনেল মেসি, নেইমার দ্য জুনিয়রদের ফুটবল ছন্দে মেতে আছে বিশ্ব। ফুটবল যেখানে সবার উপরে- সেখানে দুঃখ, কষ্ট, বেদনাকে পেছনে রেখে উৎসব, উচ্ছ্বাস, আনন্দমত্ত ব্রাজিলিয়ানরা। সেই দেশেরই তারকা ফুটবলার জিকো। যার শৈল্পিক ফুটবলে মুগ্ধ হয়ে ফুটবলপ্রেমীরা আদর করে নাম দিয়েছেন ‘সাদা পেলে’ বলে। পেলে, রোনাল্ডো, রোনালদিনহোদের মতো বিশ্বকাপ জিততে পারেননি ঠিকই কিন্তু তার অবস্থান ব্রাজিল ফুটবলে এদের চেয়ে কম নয়। বরং বেশি। ১৯৮৬ সালের বিশ্বকাপে ইতিহাসের সেরা দল নিয়েও বিশ্বকাপ জিততে পারেনি ব্রাজিল। তারপরও বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশটিতে বড়ই পূজনীয় ব্যক্তি জিকো। ঘরের মাঠে চলছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। ৩২ দলের ফুটবল সৌকর্য খুব কাছ থেকে দেখেছেন সাদা পেলে। প্রথম রাউন্ডের খেলা শেষে জিকো মজেছেন আরিয়েন রোবেন, রবিন ফন পার্সিদের টোটাল ফুটবলে। মুগ্ধ জিকো তাই ছুটে গেছেন মেক্সিকো ম্যাচের আগে সাদা রোবেন-পার্সিদের ক্যাম্পে। অনেকটা সময় কাটান ডাচ ফুটবলারদের সঙ্গে। বিস্ময় প্রকাশ করেন ফন পার্সির উড়ন্ত গোল এবং রোবেনের গতি নিয়ে। কনকাকাফ প্রতিবন্ধীদের বিপক্ষে নামার আগে পরিবেশবান্ধব টিপসও দিয়েছেন। আজ ফর্তালেজার কান্তেলাউ স্টেডিয়ামে গুইলারমো ওচোয়ার মেক্সিকোর বিপক্ষে নকআউট পর্বের ম্যাচে সেই টিপস কতটা কাজে লাগাতে পারবেন কমলা জার্সিতে উজ্জ্বল রোবেনরা, এখন সেটাই দেখার বিষয়। ডাচরা খেলবে বিশ্বকাপ জয়ের স্বপ্নে। অন্যদিকে মেক্সিকো খেলবে নকআউট পর্বের দুর্ভাগ্যকে মাটিচাপা দিতে। গত পাঁচ আসরের নকআউট পর্ব ডিঙ্গাতে পারেনি মেক্সিকো। আজ ইতিহাস ভাঙতেই নামছেন দুরন্ত ওচোয়ারা।
ব্লক বাস্টার ইভেন্ট শুরুর পর থেকেই দুরন্ত গতিতে ছুটছেন রোবেন-ফন পার্সিরা। তাদের গতির সামনে অসহায় প্রতিপক্ষ। আসরে নিজেদের প্রথম ম্যাচে গত আসরের বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে যেভাবে দুমড়ে-মুচড়ে দিয়েছেন, তাতে মুহূর্তেই বাজির দর বেড়ে গেছে টিউলিপের দেশকে নিয়ে। ফেবারিটদের তালিকায় ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানির সঙ্গে এখন সমোচ্চারিত নাম নেদারল্যান্ডস। ইনিয়েস্তা, জাভিদের গুঁড়িয়ে ৫-১ গোলে জেতা ডাচরা পরের দুই ম্যাচে করেছে আরও পাঁচ গোল। সব মিলিয়ে ১০। তাতেই স্পষ্ট, কতটা ক্ষুরধার রোবেন-পার্সি জুটি! দুজনেই গোল করেছেন তিনটি করে। এমন ক্ষুরধার আক্রমণের বিপক্ষে আজ কঠিন লড়াইয়েই পড়তে হবে মেক্সিকানদের। পরীক্ষার মুখোমুখি হবে ব্রাজিলের বিপক্ষে অসাধারণ ফুটবল খেলা ওচোয়া। চার-চারটি নিশ্চিত গোল ঠেঁকিয়ে তারকা খ্যাতি পেয়ে গেছেন ওচোয়া। আজ কি করবেন মেক্সিকান দেওয়াল?
নেদারল্যান্ডস আজ নামছে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে। বিপরীতে ৭ পয়েন্ট নিয়ে নামছে মেক্সিকো। এরমধ্যে মেক্সিকো গ্রুপ পর্বে হারিয়েছে ক্যামেরুন ও ক্রোয়েশিয়াকে। ড্র করেছে ফেবারিট ব্রাজিলের সঙ্গে। আজকের ম্যাচের দুই দল পরস্পরের মুখোমুখি হয়েছে ৬ বার। তাতে ডাচদের তিন জয়ের বিপরীতে মেক্সিকোর দুটি। একটি খেলা ড্র। সেটা আবার বিশ্বকাপে। ১৯৯৮ সালের বিশ্বকাপে মেক্সিকো-নেদাল্যান্ডসের গ্রুপ পর্বের খেলাটি ড্র হয়েছিল ২-২ গোলে। যদিও প্রথমার্ধে দুই গোলে এগিয়েছিল ইউরোপীয় প্রতিনিধিরা। সে হিসেবে আজ দুই দলই সমানে সমান। তবে ডাচ অধিনায়ক ফন পার্সি ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেই মানছেন, ‘কোনোভাবেই ভোলা যাবে না, এটা নকআউট পর্ব। হারলেই বাদ। মেক্সিকো যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ। ব্রাজিলের গ্রুপে থাকার পরও অপরাজিত ছিল। সুতরাং বুঝতে হবে তাদের সামর্থ্য কতটা? আমি মনে করি ম্যাচটি যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’
শিরোনাম
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বিএনপি মানবে না : সেলিমা রহমান
- ঝালকাঠিতে হেলে পড়েছে পাঁচতলা ভবন, আতঙ্কে আশপাশের বাসিন্দারা
- শেবাচিম হাসপাতালে সচল হলো ৯৫টি অচল যন্ত্র
- আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ: মামুনুল হক
- বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা আফগানিস্তানের
- ‘আওয়ামী লীগের রাজনীতির চেতনা ছিল মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করা’
- সামনে নির্বাচনে আপনারা শাঁখা-সিঁদুর পরে ভোট দিতে যাবেন: স্বরাষ্ট্র সচিব
- সব সম্প্রদায়ের মানুষ আমাদের অগ্রযাত্রাকে শক্তি যোগাবে: উপদেষ্টা
- শেরপুরে সাংবাদিককে হত্যাচেষ্টা
- বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার দল নয় : ডা. জাহিদ
- পরিবহন সেক্টরের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : শিমুল বিশ্বাস
- চাঁদা না পেয়ে প্রবাসীর হাতের কবজি কাটল সন্ত্রাসীরা
- নতুন প্রজন্মের জন্য সবচেয়ে বড় হুমকি মাদক: এড. বোরহান
- আওয়ামী লীগ আমলের সব খুন-হত্যার বিচার করা হবে : গয়েশ্বর
- বেগম খালেদা জিয়ার জন্মদিনে অস্ট্রেলিয়ায় দোয়া অনুষ্ঠিত
- নবীনগরে কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- চার শাখার সঙ্গে জরুরি সভা ডেকেছে ছাত্রদল
- পাহাড়ে পর্যটক সংকট
- গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশের জন্য নির্বাচন অপরিহার্য : জিল্লুর রহমান
- ভুয়া ডিভোর্স পেপার দিয়েছেন রিয়া মনি, অভিযোগ হিরো আলমের
নেদারল্যান্ডসের প্রতিপক্ষ দুরন্ত মেক্সিকো
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর