লুইস সুয়ারেজ উরুগুয়ের রাজধানী মন্টিভিডিওতে পৌঁছার পর হাজার হাজার মানুষ তাকে অভিবাদন জানান। সুয়ারেজকে ৯ ম্যাচ ও ৪ মাস নিষিদ্ধ করায় ক্ষেপেছেন উরুগুয়ের প্রেসিডেন্ট হোসে মুহিকা। তিনি বলেন, 'এগুলো সব ইতালির প্রপাগাণ্ডা। তারা বাদ পড়ায় ফিফাকে দিয়ে ক্ষোভের বশবর্তী হয়ে এসব করেছে।' কোচ অস্কার তাবারেজও এমন লঘু পাপে গুরুদণ্ড মেনে নিতে পারছেন না।