বিশ্বের দু' নম্বর ও শীর্ষ বাছাই শিজিয়ান ওয়াংকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন সুপার সিরিজের ফাইনালে পৌঁছলেন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাইনা নেওয়াল।
শনিবার সিডনিতে সেমিফাইনালে চিনের শিজিয়ানকে তিন গেমের ম্যারাথন লড়াইয়ে হারান সাইনা। এক ঘণ্টা ১৬ মিনিটের লড়াইয়ে ষষ্ঠ বাছাই সাইনা ২১-১৯, ১৬-২১, ২১-১৫ গেমে ম্যাচ জিতে নেন।
ফাইনালে ওঠার পর টুইটার সাইনার প্রতিক্রিয়া, 'বিশ্বের দু' নম্বর শিজিয়ানকে হারানোর স্বাদই আলাদা। তিন গেমের লড়াই হলেও অস্ট্রেলিয়ান ওপেন সুপার সিরিজের ফাইনালে উঠতে পেরে অত্যন্ত খুশি।'