বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ওয়েস্ট ইন্ডিজ সফর উপলক্ষ্যে মুশফিকদের প্রাথমিক দল ঘোষণা করেছে। এ বছর আগস্ট-সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজ যাবে বাংলাদেশ দল।
আগামী ১লা জুলাই সকাল সাড়ে আটটায় মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়েনের কাছে রিপোর্ট করবে ন্যাশনাল টিমের খেলোয়াড়রা।
২৫ সদস্যের দলে রয়েছেন:
মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, তামিম ইকবাল খান, সোহাগ গাজী, এনামুল হক বিজয়, সাকিব আল-হাসান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, শফিউল ইসলাম, আব্দুর রাজ্জাক, ইমরুল কায়েস, আল-আমিন হোসেন, রবিউল ইসলাম, মুমিনুল হক, শামসুর রহমান, মুক্তার আলী, রুবেল হোসেন, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, আরাফাত সানি, মিথুন, তাইজুল ইসলাম, মার্শাল আইয়ুব, জুবায়ের লিখন ও শুভাগত হোম।