অ্যাথলিটিকস জগতে নতুন ঘটনার জন্ম দিলেন আলিসিয়া মন্তেনো। গর্ভে আট মাসের সন্তানকে নিয়ে যুক্তরাষ্ট্রের ট্র্যাক অ্যান্ড ফিল্ড মিটে দৌড়ালেন তিনি। ৮০০ মিটারে তিনি সময় নিয়েছেন ২ মিনিট ৩২ .১৩ সেকেন্ড। সেদিন তাকে দেখার জন্য হোরনেট স্টেডিয়ামে ছিল ভিড়। প্রথম ল্যাপ শেষ করার পরেই দর্শকরা হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, আমি অভিভূত। এমন সমর্থন পাবো ভাবতেও পরিনি।
২৮ বছরের আলিসিয়াকে নামতে হবে ফাইনাল মিটে। আর কয়েক সন্তাহ পরে তিনি সন্তানের জন্ম দিতে চলেছেন। এ অবস্থায় তার মিটে নামা নিয়ে প্রশ্ন উঠেছে। দৌড়ের সময় গতি মন্থর হলেও দুটো ল্যাপ শেষ করেছেন।
এদিকে, মাঠে নামা নিয়ে বিতর্ক চান না আলিসিয়া। তিনি বলেন, চিকিৎসকের অনুমতি নিয়েই মাঠে নেমেছি। সন্তান ধারণের পর থেকে পুরো সময়টা আমি অনুশীলন করেছি। ফলে কোনও অসুবিধে হয়নি; বরং এখনও বেশ ভালোই লাগছে।