উইম্বলডনের তৃতীয় রাউন্ডে হেরে বিদায় নিয়েছেন বিশ্বের এক নম্বর তারকা সেরেনা উইলিয়ামস। এ পর্যন্ত পাঁচবার উইম্বলডন শিরোপাজয়ী সেরেনা বিশ্বের ২৪ নম্বর খেলোয়াড় ফ্রাঞ্চের আলিজ করনেটের কাছে তিন সেটে ৬-১, ৩-৬, ৪-৬ গেমে হারেন। ২০০৫ সালের পর এই প্রথম খুব তাড়াতাড়ি টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন তিনি। চলতি বছর কোনো গ্রান্ড স্ল্যামেই চতুর্থ রাউন্ডের বাধা পেরোতে পারেননি সেরেনা। খবর বিবিসির
এদিকে, ২৪ বছর বয়সী করনেট এর আগে কোনো গ্রান্ড স্ল্যামেই শীর্ষ বিশে থাকা কোনো খেলোয়াড়কে হারাতে পারেননি। উইম্বলডনের এ জয়ের মধ্য দিয়ে ফরাসি এ তারকা চলতি বছর দ্বিতীয় বারের মতো সেরেনার বিরুদ্ধে জয় পেলেন।
তাই ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে করনেট বিবিসিকে বলেন, 'সেরেনার বিরুদ্ধে জয় পেয়েছি তা আমি বিশ্বাসই করতে পারছি না। তিন বছর আগে আমি গ্রাসকোর্টে খেলতে পারতাম না। আমি এতটাই খারাপ ছিলাম। কিন্তু বিশ্বের এক নম্বর তারকা সেরেনাকে তার নিজের কোর্টেই এখন আমি হারিয়েছি।'