আসন্ন ইংল্যান্ড সফরে ভারতীয় ক্রিকেট দলের পরামর্শক হিসেবে অভিজ্ঞ খেলোয়াড় রাহুল দ্রাবিড়ের নাম ঘোষণা করা হয়েছে। ইংল্যান্ডে দ্রাবিড়ের পারফরম্যান্স বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে দলের ব্যবস্থাপনা কমিটি।
৬৮.৮০ গড়ে ভারতের হয়ে ইংল্যান্ডে দ্রাবিড়ের মোট রান ১ হাজার ৩৭৬। ইংল্যান্ডের মাটিতে তার মোট শতকের সংখ্যা ৬টি। ভারতের হয়ে সর্বশেষ ইংল্যান্ড সফরে দ্রাবিড় চার টেস্টে মোট ৩টি শতক করেছিলেন।
দ্রাবিড়ের পরামর্শক হওয়ার বিষয়ে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই'র সেক্রেটারী সঞ্জয় পাইল ইএসপিএনক্রিকোইনফোকে বলেন, 'কোচ ডানকান ফ্লেচার দলের হয়ে আমাদের শরণাপন্ন হয় এবং জানায় যে, ইংল্যান্ড সফর সামনে রেখে প্রচুর অভিজ্ঞতাসম্পন্ন দ্রাবিড় ভারতীয় খেলোয়াড়দেরকে কিছু সময় দিলে খুব ভালো হবে। তাৎক্ষণিক আমরা দ্রাবিড়কে অনুরোধ করি। তিনি সহজেই রাজী হয়ে যান।'
দ্রাবিড়কে ভারতীয় দলের কোচিংয়ের দায়িত্ব নেওয়া উচিত বলে এর আগে দলের সাবেক অধিনায়ক লেজেন্ড সুনীল গাভাস্কার বলেছিলেন। তবে সময়ের সীমাবদ্ধতার কারণে তিনি এমন দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছেন।