উইম্বলডনের আসরে চেনা ছন্দেই রয়েছেন রজার ফেদেরার। গতকাল অল ইংল্যান্ড ক্লাবে ম্যাচ জিতে টুর্নামেন্টের শেষ ষোলোয় নিজের নাম লিখিয়েছন তিনি। সাতবার উইম্বলডন জয়ী ফেদেরার এদিন সরাসরি সেটে হারান কলম্বিয়ার স্যান্তিয়াগো জিরাল্ডোকে। ফেদেরার ৬-৩, ৬-১, ৬-৩ গেমে জয় পান।
এক ঘন্টা ২১ মিনিটের লড়াইয়ে ফেড-এক্স’কে সেভাবে কোনো সমস্যায় ফেলতে পারেননি বিশ্বের ৩৫ নম্বর তারকা স্যান্তিয়াগো। পরের অর্থাৎ চতুর্থ রাউন্ডে গতবারের সেমিফাইনালিস্ট জার্জি জানোভিচ বা স্পেনের টমি রব্রেডোর মুখোমুখি হতে পারেন ফেদেরার। ম্যাচ শেষে ফেদেরার জানান, ‘আমি শারীরিকভাবে বেশ ফিট রয়েছি। আমাকে এই আগ্রাসী খেলাটাই এখন চালিয়ে যেতে হবে। পাশাপাশি আমার সার্ভিসটাও আরো ভালো করতে হবে।’
ঘাসের কোর্টে ফেদেরার বরাবরই নিজের আধিপত্য দেখিয়েছেন। অষ্টমবারের মতো উইম্বলডন জয়ের জন্য তার ভক্তরা এখন থেকেই আশায় বুক বাঁধতে শুরু করেছেন। ফেদেরার কি পারবেন অল ইংল্যান্ড ক্লাবে আবার নিজের পুরনো গরিমা ফিরিয়ে আনতে? সময়ই উত্তর দেবে।